নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হবেন কী না এ ব্যাপারে ২০ মে সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশ করে ঘোষণা দেবেন—এমনটি আগেই জানিয়েছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। সমাবেশের জন্য অনুমতি চেয়ে সিলেট মহানগর পুলিশের কাছে আবেদনও জানিয়েছিলেন তিনি। তবে তাকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। এর প্রতিবাদে মেয়র আরিফুল হক চৌধুরী রেজিস্টারি মাঠের ফটকে বসে পড়েন।
সেখানে এক ঘণ্টা অবস্থানের পর পুলিশ বাধা তুলে নেয় ও সমাবেশের অনুমতি দেয়।
আরিফুল হক চৌধুরী অভিযোগ করে বলেন, ‘‘৩-৪ দিন আগে পুলিশ কমিশনার ও রির্টানিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের নিকট আবেদন করেছি। কেউ আমাকে কিছু বলেননি। আগামীকাল সভা। আবহাওয়াজনিত কারণে প্যান্ডেল নির্মাণ করতে আসছি। এখন কোনো ধরনের নোটিশ ছাড়াই আমার লোকজনকে বলা হয়েছে, ‘এখানে সমাবেশ করা যাবে না। ওপরের নির্দেশ।’ কী কারণে করতে পারব না, সেটাও জানানো হয়নি।
‘আমিতো সরকারের অংশ, আমাকে বলা উচিত ছিল যে এখানে করতে পারবেন না। ওখানে করেন। হয় চিঠি দিয়ে জানাবেন, না হয় মৌখিক ভাবে জানাবেন। কিছুই করবেন না? কালকে প্রোগ্রাম আসকে আমাকে এখানে দেওয়া না হয় তাহলে আমি নগরবাসীর সেবক হিসেবে রাস্তায় বসে গেলাম। সকল নগরবাসীর কাছে দোয়া চাই। জানি না এটাকে কেন্দ্র করে হয়তো আমার ওপর আরও কিছু অপেক্ষা করছে। সবাই যার যার ধর্ম মতে দোয়া করবেন। পুলিশ গেট তালা দিয়ে রেখেছে। কথা বলার অধিকার হরণ করা হচ্ছে।’
এসব কথা বলে শুক্রবার বিকেলে সিলেট রেজিস্টারি মাঠের ফটকে মেয়র আরিফুল হক চৌধুরী এক ঘণ্টা অবস্থান করেন। এর প্রেক্ষিতে পুলিশ বাধা তুলে নেয়। আগামীকাল বেলা ২টার দিকে রেজিস্টারি মাঠে সমাবেশ করবেন মেয়র।
এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে বিকেলে সুদীপ দাস জানিয়েছিলেন, ‘মেয়র মহোদয় রেজিস্টারি মাঠে শনিবার সমাবেশ করার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেছিলেন। তবে আইনশৃঙ্খলার অবনতির শঙ্কায় তাকে সমাবেশ না করতে অনুরোধ করা হয়েছে।’
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে বিএনপি নেতা আরিফুল হক নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে শুরু থেকেই গুঞ্জন রয়েছে। বিভিন্ন সময়ে আরিফুল হকের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে এই গুঞ্জন ও নগরবাসীর কৌতূহল আরও বাড়িয়েছে।
এ অবস্থায় শনিবার বেলা ২টায় রেজিস্টারি মাঠে সমাবেশ আহ্বান করেন আরিফুল হক। এই সমাবেশ থেকে নির্বাচন ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কারের কথাও জানিয়েছেন তিনি।
সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হবেন কী না এ ব্যাপারে ২০ মে সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশ করে ঘোষণা দেবেন—এমনটি আগেই জানিয়েছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। সমাবেশের জন্য অনুমতি চেয়ে সিলেট মহানগর পুলিশের কাছে আবেদনও জানিয়েছিলেন তিনি। তবে তাকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। এর প্রতিবাদে মেয়র আরিফুল হক চৌধুরী রেজিস্টারি মাঠের ফটকে বসে পড়েন।
সেখানে এক ঘণ্টা অবস্থানের পর পুলিশ বাধা তুলে নেয় ও সমাবেশের অনুমতি দেয়।
আরিফুল হক চৌধুরী অভিযোগ করে বলেন, ‘‘৩-৪ দিন আগে পুলিশ কমিশনার ও রির্টানিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের নিকট আবেদন করেছি। কেউ আমাকে কিছু বলেননি। আগামীকাল সভা। আবহাওয়াজনিত কারণে প্যান্ডেল নির্মাণ করতে আসছি। এখন কোনো ধরনের নোটিশ ছাড়াই আমার লোকজনকে বলা হয়েছে, ‘এখানে সমাবেশ করা যাবে না। ওপরের নির্দেশ।’ কী কারণে করতে পারব না, সেটাও জানানো হয়নি।
‘আমিতো সরকারের অংশ, আমাকে বলা উচিত ছিল যে এখানে করতে পারবেন না। ওখানে করেন। হয় চিঠি দিয়ে জানাবেন, না হয় মৌখিক ভাবে জানাবেন। কিছুই করবেন না? কালকে প্রোগ্রাম আসকে আমাকে এখানে দেওয়া না হয় তাহলে আমি নগরবাসীর সেবক হিসেবে রাস্তায় বসে গেলাম। সকল নগরবাসীর কাছে দোয়া চাই। জানি না এটাকে কেন্দ্র করে হয়তো আমার ওপর আরও কিছু অপেক্ষা করছে। সবাই যার যার ধর্ম মতে দোয়া করবেন। পুলিশ গেট তালা দিয়ে রেখেছে। কথা বলার অধিকার হরণ করা হচ্ছে।’
এসব কথা বলে শুক্রবার বিকেলে সিলেট রেজিস্টারি মাঠের ফটকে মেয়র আরিফুল হক চৌধুরী এক ঘণ্টা অবস্থান করেন। এর প্রেক্ষিতে পুলিশ বাধা তুলে নেয়। আগামীকাল বেলা ২টার দিকে রেজিস্টারি মাঠে সমাবেশ করবেন মেয়র।
এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাস বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে বিকেলে সুদীপ দাস জানিয়েছিলেন, ‘মেয়র মহোদয় রেজিস্টারি মাঠে শনিবার সমাবেশ করার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেছিলেন। তবে আইনশৃঙ্খলার অবনতির শঙ্কায় তাকে সমাবেশ না করতে অনুরোধ করা হয়েছে।’
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে বিএনপি নেতা আরিফুল হক নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে শুরু থেকেই গুঞ্জন রয়েছে। বিভিন্ন সময়ে আরিফুল হকের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে এই গুঞ্জন ও নগরবাসীর কৌতূহল আরও বাড়িয়েছে।
এ অবস্থায় শনিবার বেলা ২টায় রেজিস্টারি মাঠে সমাবেশ আহ্বান করেন আরিফুল হক। এই সমাবেশ থেকে নির্বাচন ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কারের কথাও জানিয়েছেন তিনি।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
৩৯ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
৪২ মিনিট আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
১ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে