Ajker Patrika

সিলেটে কিশোর হত্যা: পলাতক ২ আসামি গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি
হত্যা মামলায় গ্রেপ্তার দুজন। ছবি: সংগৃহীত
হত্যা মামলায় গ্রেপ্তার দুজন। ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে কিশোর শাওন হত্যা মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটদের দিকে ঢাকার উত্তরখান থানার সামুরখাল কমপ্লেক্সের সামনের পাকা রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন—সিলেট নগরের বাগবাড়ি এলাকার নুরুল আমীনের ছেলে সেলিম ওরফে ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিলেট ও র‍্যাব-১ সিপিসি-২, ঢাকা এর যৌথ অভিযানে গতকাল রাতে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল। তিনি বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করতে গ্রেপ্তার আসামিকে সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসতেছে ঢাকা থেকে।

উল্লেখ্য, ১৮ অক্টোবর সিলেট নগরের সাগরদিঘীরপাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোর শাওন আহমেদ (১৭) খুন হয়। এ ঘটনায় ২০ অক্টোবর সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। এরপর থেকে মামলার আসামিরা আত্মগোপনে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত