Ajker Patrika

যুক্তরাষ্ট্রে স্বামীর হাতে নিহত বিশ্বনাথের মেয়ে শাপলা, দেশে দাফন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে স্বামীর হাতে নিহত বিশ্বনাথের মেয়ে শাপলা, দেশে দাফন

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মেয়ের জন্মদিনের রাতে স্বামীর হাতে নিহত সাইমা তাসনিম শাপলার (২৩) মরদেহ সিলেটের বিশ্বনাথে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার বিকেলে যুক্তরাষ্ট্র থেকে তাঁর মরদেহ দেশে পৌঁছালে সন্ধ্যার পর জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

নিহত শাপলা উপজেলার লামাকাজী ইউনিয়নের হাজরাই গ্রামের মৃত হাজি মখদ্দুছ আলীর একমাত্র মেয়ে। 

নিহতের মা জাহানারা বেগম বলেন, ‘গত ৪ জুন শনিবার শাপলার একমাত্র মেয়ে শাহিদা বেগম ফারিহার (৫) জন্মদিনের রাতে ঘুমন্ত অবস্থায় শাপলাকে গলা টিপে হত্যা করে তাঁর স্বামী আবদাল হোসেন। পরে, যুক্তরাষ্ট্রের পুলিশ তাঁকে গ্রেপ্তার করলে আবদাল হোসেন হত্যার দায় স্বীকার করেছে। ফারিহার জন্মদিন পালন করতে সেদিন আবদাল শাপলার নিউজার্সির বাসায় গিয়েছিল।’ 

কান্নাজড়িত জাহানারা বেগম আরও বলেন, ‘আমাদের প্রতিবেশী সমুজ আলীর ছেলে আবদাল হোসেনের সাথে ২০১৫ সালের ২৮ জানুয়ারি পারিবারিকভাবে বিয়ে হয় আমার মেয়ে শাপলার। ২০১৭ সালে সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। কিন্তু শুরু থেকেই আমার মেয়েকে মেনে নিতে পারেননি আবদালের মা মিনারা বেগম ও বড়ভাই আক্তার। তারা সেখানে আমার মেয়েকে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করত। বাংলাদেশ থেকে তাদের ইন্ধন জোগাতো একই গ্রামের আঞ্জব আলীর ছেলে সুজন। 

শাপলার মা বলেন, ‘হত্যা করার কিছুদিন আগেও একবার শাপলাকে মারপিট করেছে আবদাল। আমার মেয়ে তাঁর যন্ত্রণায় নিউজার্সি শহরে মেয়েকে নিয়ে একা থাকত। আর আবদাল থাকত তাঁর মা-বাবার সাথে মিশিগান শহরে। আমার মেয়ের কাছে থাকা সব টাকা পয়সা আবদাল কেড়ে নিয়েছিল। ফোনে কথা হলে শাপলা আমাকে কান্নাকাটি করে বলতো—আবদাল পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়েছে। মেয়েদের সাথে ধারণ করা তার বিভিন্ন ধরনের ভিডিও শাপলাকে দেখিয়েই ফোন থেকে মুছে ফেলতো আবদাল।’ তিনি তাঁর মেয়ের হত্যাকারী ও হত্যাকাণ্ডের পেছনে ইন্ধনদাতাদের শাস্তির জন্যে যুক্তরাষ্ট্র সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত