Ajker Patrika

টাকার ভাগ নিয়ে দ্বন্দ্বে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ

সিলেট প্রতিনিধি
টাকার ভাগ নিয়ে দ্বন্দ্বে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ

সিলেটের কোম্পানীগঞ্জে বালুর ভাগের টাকা চাওয়ার জেরে চাচাতো ভাইয়ের হাতে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ধলাই নদী সংলগ্ন নয়াগাঙেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান। 

নিহত নুরুল মিয়া (২৫) নয়াগাঙেরপাড় গ্রামের বাসিন্দা আব্দুল আজিদ কালাইর ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে নিহতের চাচাতো ভাই অভিযুক্ত আখতার (২৫) পলাতক রয়েছেন। 

স্বজন ও স্থানীয়রা জানান, ধলাই নদী থেকে বালু উত্তোলনের জন্য স্থানীয় নয়াগাঙের পাড়ের এই রাস্তা দিয়ে ট্রাক্টর আসা যাওয়া করে। এর বিনিময়ে নিদিষ্ট পরিমাণ টাকা তোলেন নুরুল ও তাঁর চাচাতো ভাইয়েরা। গতকাল শনিবার সন্ধ্যায় নুরুল তাঁর চাচাতো ভাই আখতারের কাছে ভাগের টাকা চায়। এতে দুজনের মধ্যে কথা–কাটিকাটি হয়। আর এর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুপারি গাছের ডাল দিয়ে নুরুলের মাথায় ও ঘাড়ে উপুর্যুপরি আঘাত করেন আখতার। 

পরে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা নুরুলকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে রাত ৩টার দিকে ওসমানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ। তিনি বলেন, ‘বালুর টাকা নিয়ে আপন চাচাতো ভাইয়ের হাতে অপর ভাই খুন হয়েছেন। মামলা করার জন্য তাদের আত্মীয়রা থানায় এসেছেন। এ ঘটনার অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত