সিলেট প্রতিনিধি
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। এ সময় আসা চার যাত্রীকে আটক করা হয়। আজ সোমবার সকাল ৯টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে থেকে তাঁদের আটক করা হয়।
সিলেট কাস্টমস এর উপকমিশনার মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় আটককৃতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জের শেখ মাওলানা আব্দুল জলিলের ছেলে মো. জাহিদ (৩২), সিলেটের কানাইঘাটের কায়স্তগ্রাম এলাকার আব্দুল আহাদের ছেলে মকবুল আলী (৪২), কানাইঘাটের কেউটি হাওর এলাকার মন্তাজ আলীর ছেলে বশির উদ্দিন (৬২) ও কানাইঘাটের বাশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ (২৮)।
কাস্টমসের উপকমিশনার মো. আল আমিন বলেন, সকাল ৯টায় ফ্লাইটটি অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন ওই ফ্লাইটে আসা যাত্রীদের কেউ বড় স্বর্ণের চালান নিয়ে এসেছেন। যাত্রীরা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আটককৃতদের গতিবিধি সন্দেহজনক মনে করে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের দেহ ও লাগেজ তল্লাশি করে একটি জুসার মেশিন ও আয়রনে লুকানো অবস্থায় ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
আল আমিন বলেন, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৭ কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের দায়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
কাস্টমস কর্মকর্তারা আরও জানান, স্বর্ণ চোরাচালানবিরোধী শুল্কগোয়েন্দা ও কাস্টমস বিভাগ কাজ করছে। যারাই অবৈধভাবে স্বর্ণের চালান নিয়ে আসছেন তাঁদের আটক করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি ওসমানী বিমানবন্দর দিয়ে প্রায়ই অবৈধপথে স্বর্ণ দেশে আসছে। এর আগে গত ৮ নভেম্বর দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ৮টি বার ও একটি স্বর্ণের চাকতিসহ ছয় কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। এ সময় আসা চার যাত্রীকে আটক করা হয়। আজ সোমবার সকাল ৯টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে থেকে তাঁদের আটক করা হয়।
সিলেট কাস্টমস এর উপকমিশনার মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় আটককৃতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জের শেখ মাওলানা আব্দুল জলিলের ছেলে মো. জাহিদ (৩২), সিলেটের কানাইঘাটের কায়স্তগ্রাম এলাকার আব্দুল আহাদের ছেলে মকবুল আলী (৪২), কানাইঘাটের কেউটি হাওর এলাকার মন্তাজ আলীর ছেলে বশির উদ্দিন (৬২) ও কানাইঘাটের বাশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ (২৮)।
কাস্টমসের উপকমিশনার মো. আল আমিন বলেন, সকাল ৯টায় ফ্লাইটটি অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন ওই ফ্লাইটে আসা যাত্রীদের কেউ বড় স্বর্ণের চালান নিয়ে এসেছেন। যাত্রীরা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আটককৃতদের গতিবিধি সন্দেহজনক মনে করে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের দেহ ও লাগেজ তল্লাশি করে একটি জুসার মেশিন ও আয়রনে লুকানো অবস্থায় ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
আল আমিন বলেন, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৭ কোটি টাকা। আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের দায়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
কাস্টমস কর্মকর্তারা আরও জানান, স্বর্ণ চোরাচালানবিরোধী শুল্কগোয়েন্দা ও কাস্টমস বিভাগ কাজ করছে। যারাই অবৈধভাবে স্বর্ণের চালান নিয়ে আসছেন তাঁদের আটক করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি ওসমানী বিমানবন্দর দিয়ে প্রায়ই অবৈধপথে স্বর্ণ দেশে আসছে। এর আগে গত ৮ নভেম্বর দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ৮টি বার ও একটি স্বর্ণের চাকতিসহ ছয় কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৭ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৯ ঘণ্টা আগে