Ajker Patrika

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২১: ৫৫
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু 

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী দেবাপ্রিতা দে ব্রতী (১৮) নিহত হয়েছেন। গতকাল সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের ব্যাবিলনের সাউদার্ন পার্কওয়ে এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত দেবাপ্রিতা দে ব্রতী কুইন্সের একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি সিলেট মহানগরীর চৌহাট্টা সেন্ট্রাল ফার্মেসির স্বত্বাধিকারী ও পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক দেবাশীষ দে (বাসু)-এর ছোট মেয়ে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, শিক্ষার্থী দেবাপ্রিতা দে ব্রতী যে গাড়িতে করে যাচ্ছিলেন সেটিকে পেছন থেকে একটি জিপ সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রতীকে বহনকারী গাড়ি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় ব্রতীর গাড়ির চালকও মারা যান।

পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ওই জিপের চালককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। ব্রতীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার সিলেট শহরের চালিবন্দরে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।

নিহত দেবাপ্রিতা দে ব্রতীর কাকা সুব্রত দে গৌতম জানান, তিনিসহ নিউইয়র্ক ও কানাডা থেকে পরিবারের লোকজন হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার রাতেই (৩০ জানুয়ারি) নিউইয়র্ক থেকে এমিরেটসের ফ্লাইটে মরদেহ দেশে নিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা পৌঁছে সেদিনই মৃতদেহ সিলেটে নিয়ে যাওয়া হবে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত পরিবারটির খোঁজখবর নিতে লোকজনকে ভিড় করতে দেখা গেছে।

এদিকে শিক্ষার্থী দেবাপ্রিতা দে ব্রতীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটের পার্ক ভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক। এক শোক বার্তায় তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত