Ajker Patrika

সিলেটে হোটেল ম্যানেজারকে কর্মচারীর ছুরিকাঘাত

সিলেট প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২৩: ৪৭
সিলেটে হোটেল ম্যানেজারকে কর্মচারীর ছুরিকাঘাত

সিলেটে এক আবাসিক হোটেলের ম্যানেজারকে কর্মচারী ছুরিকাঘাত করেছে বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহত ম্যানেজারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরের নগরের বন্দরবাজার এলাকার কুটি ভবনের তালহা রেস্ট হাউসে এ ঘটনা ঘটে। 

তবে কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে সে বিষয়ে কিছু বলতে পারছে না তালহা রেস্ট হাউস কর্তৃপক্ষ। 

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, তালহা রেস্ট হাউসে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাদেউমা হাটামাহাটা গ্রামের আহাদ মিয়া (২৮) সাত মাস আগে ম্যানেজারের চাকরি নেন। আর এ হোটেলে দেড়-দুই মাস আগে কর্মচারীর চাকরি নেন রাহেল মিয়া নামের এক তরুণ। কিছুদিন আগে ম্যানেজারের সঙ্গে কর্মচারী রাহেলের বাদানুবাদ হয়। পরে হোটেল মালিক বিষয়টি মিটমাট করে দেন। 

এদিকে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ এ রেস্ট হাউসের ২০৬ নম্বর কক্ষে ছুরিকাঘাতে আহত অবস্থায় ম্যানেজারকে পড়ে থাকতে দেখেন প্রহরী মহিম আলী। তাঁর চিৎকারে হোটেলের অন্যান্য স্টাফ এসে ম্যানেজারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এখন তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। 

তালহা রেস্ট হাউসের মালিক ফখরুল ইসলাম বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি। তবে আহত ম্যানেজার কথা বলতে পারছেন। তিনি জানিয়েছেন, রাহেল তাঁকে ছুরিকাঘাত করেছে। আমরা এখন ওসমানী হাসপাতালে রয়েছি। এখান থেকে গিয়ে বিষয়টি পুলিশকে অবগত করব।’ 

এ ঘটনার পর থেকে তালহা রেস্ট হাউসের কর্মচারী রাহেল পলাতক রয়েছেন। 

এ বিষয়ে নগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আজকের পত্রিকাকে জানান, ‘কথাকাটাকাটির জেরে আপেল কাটার ছুরি দিয়ে ঘাই মেরে পালিয়েছে ওই কর্মচারী। এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত