Ajker Patrika

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বাসায় আগুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
আফতাব হোসেন খানের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ। ছবি: আজকের পত্রিকা
আফতাব হোসেন খানের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ। ছবি: আজকের পত্রিকা

সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপসহকারী পরিচালক মো. বেলাল হোসেন বলেন, ‘কিছু সময় আগে কল পেয়ে আমাদের দুটি ইউনিট পীর মহল্লায় গিয়েছে সাবেক কাউন্সিলরের বাসার আগুন নেভাতে। আগুন নেভানোর কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।’

পীর মহল্লা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে একদল লোক মোটরসাইকেল নিয়ে এসে প্রথমে বাসায় ভাঙচুর চালায়। পরে তারা যাওয়ার সময় আগুন লাগিয়ে যায়।

এ বিষয়ে জানতে এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যা, হামলার ঘটনায় সিলেটের বিভিন্ন থানায় হওয়া একাধিক মামলার আসামি আফতাব ৫ আগস্টের পর থেকে পলাতক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত