Ajker Patrika

সিলেটে পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে শিশু নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
Thumbnail image

সিলেট–তামাবিল মহাসড়কে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে সিলেট–তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। 

নিহত পরশ (৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামে রাসেল মিয়ার ছেলে। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সিলেট–তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। আহত হন অন্তত ১০ জন। 

দুর্ঘটনার পর ট্রাক উল্টে যায়। ছবি: আজকের পত্রিকাএদিকে দুর্ঘটনার পর পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠায়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজ চালায়। 

জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, উমনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর লাশ হাইওয়ের পুলিশের কাছে আছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় তামাবিল হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত