Ajker Patrika

গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে নিহত ২

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
Thumbnail image

সিলেটের গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের আব্বাস আলীর ছেলে রাজু আহমদ (২৬) ও চিরুরপাড় গ্রামের আব্দুর রহিমের ছেলে হালিম উদ্দিন (১৫)। 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে ট্রাক্টর দিয়ে খেতের জমিতে হাল চাষ করে মেইন রাস্তা পারাপারের সময় ট্রাক্টর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাজু (২৬) ও হেলপার হালিম উদ্দিন (১৫) নিহত হন। এ ঘটনায় একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত