প্রতিনিধি
সিলেট: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২৫ জন। আজ বৃহস্পতিবার সকালে সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এসব তথ্য জানান।
তিনি আরও জানান, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, করোনায় মারা যাওয়া চারজনই সিলেট জেলার বাসিন্দা। তাঁরা নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে বিভাগের চার জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫৬ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৪ জন, সুনামগঞ্জে ৩০, হবিগঞ্জে ১৯ এবং মৌলভীবাজারে ৩৩ জন।
গত ২৪ ঘণ্টার শনাক্ত নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৬৫২ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৩২১ জন, সুনামগঞ্জে দুই হাজার ৯১৯, হবিগঞ্জ জেলায় দুই হাজার ৬১৮ ও মৌলভীবাজারে দুই হাজার ৭৯৪ জন।
এদিকে, একই দিনে সিলেট বিভাগে নতুন করে ৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। সিলেটের চার জেলা মিলে ২৮৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২৭৩ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালের। এ ছাড়া সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ৮ জন চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬১ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
সিলেট: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২৫ জন। আজ বৃহস্পতিবার সকালে সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এসব তথ্য জানান।
তিনি আরও জানান, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, করোনায় মারা যাওয়া চারজনই সিলেট জেলার বাসিন্দা। তাঁরা নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে বিভাগের চার জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫৬ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৪ জন, সুনামগঞ্জে ৩০, হবিগঞ্জে ১৯ এবং মৌলভীবাজারে ৩৩ জন।
গত ২৪ ঘণ্টার শনাক্ত নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৬৫২ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৩২১ জন, সুনামগঞ্জে দুই হাজার ৯১৯, হবিগঞ্জ জেলায় দুই হাজার ৬১৮ ও মৌলভীবাজারে দুই হাজার ৭৯৪ জন।
এদিকে, একই দিনে সিলেট বিভাগে নতুন করে ৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। সিলেটের চার জেলা মিলে ২৮৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২৭৩ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালের। এ ছাড়া সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ৮ জন চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬১ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী জোৎস্না খাতুন বলেন, ‘প্রায় দেড় বছর আগে কোনো এক ঘটনায় স্থানীয় চায়ের দোকানে অনিককে চড় মেরেছিলেন তাঁর স্বামী। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাঁকে হত্যা করা হয়েছে।’
১৮ মিনিট আগেদীর্ঘ ৩৬ বছর ধরে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। সেই নির্বাচনের দাবিতে ব্যঙ্গাত্মক প্রতিবাদ জানিয়েছেন একদল শিক্ষার্থী। তাঁরা ‘চাকসু ভবন’ লেখার ওপর নতুন ব্যানার সাঁটিয়েছেন। তাতে বড় অক্ষরে লেখা হয়েছে, ‘জোবরা ভাতঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার’।
১ ঘণ্টা আগেআটক যুবকের নাম রাহাত হাওলাদার (৩৫)। তিনি বরিশাল পটুয়াখালী এলাকার বাসিন্দা। রাহাত পেশায় ট্রাকচালকের সহকারী। তিনি ওই এলাকার একটি কারখানা থেকে মালামাল নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন বলে স্থানীয়দের কাছে জানিয়েছেন।
২ ঘণ্টা আগেরিজভী পৌরসভা এলাকার বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা করতেন। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
২ ঘণ্টা আগে