Ajker Patrika

সিলেট বিভাগে এক দিনে সাড়ে তিন শতাধিক ব্যক্তির করোনা শনাক্ত

সিলেট প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬: ৫৮
সিলেট বিভাগে এক দিনে সাড়ে তিন শতাধিক ব্যক্তির করোনা শনাক্ত

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় সাড়ে তিন শতাধিক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে বিভাগে ১ হাজার ৯২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ১৮ দশমিক ৬১। তবে এ সময় কেউ মারা যাননি। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২২৯ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ২৫ জন, মৌলভীবাজারের ৭৮ জন ও হবিগঞ্জের ২৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪ জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৬ হাজার ৬৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৫০ হাজার ২৮৮ জন। মারা গেছেন ১১৮৭ জন। 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, বর্তমানে হাসপাতালে ৭৮ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা থেকে বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। তাই বাইরে বের হলে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। একই সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। 

উল্লেখ্য, এর আগে গত রোববার করোনায় দৈনিক সংক্রমণের হার ছিল ১৩ শতাংশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত