Ajker Patrika

কোম্পানীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
কোম্পানীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে অহিদ মিয়া নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার শাহ আরেফিন বাজারে ঘরের চালে কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটে।

নিহত নির্মাণশ্রমিক বাহাদুরপুর গ্রামের দানা মিয়ার পুত্র। তার পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহ আরেফিন বাজারে জনৈক হুমায়ুন ডাক্তারের ঘরের চাল মেরামতের কাজ করছিলেন নির্মাণশ্রমিক অহিদ। চালের ওপর টানা ছিল বিদ্যুতের তার। চালের টিন খুলতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। এ সময় স্থানীয়রা বাঁশের লাঠি দিয়ে তাকে চাল থেকে নামিয়ে আনলেও এর আগেই তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুতের লাইন টানা রয়েছে জেনেও ঝুঁকি নিয়ে কাজ করা ঠিক হয়নি। ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করতে গেলে বিদ্যুৎ অফিসকে জানানো উচিত।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ঘরের চালে নতুন টিন লাগানোর কাজ করছিলেন অহিদ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে তিনি জড়িয়ে যান। স্থানীয় লোকজন মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত