Ajker Patrika

গোলাপগঞ্জে মধ্যরাতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২, ব্যবসায়ী আহত

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি 
গোলাপগঞ্জে মধ্যরাতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২, ব্যবসায়ী আহত

গোলাপগঞ্জে মধ্যরাতে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ইনসান আলী (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি উপজেলার ঘোষগাও গ্রামের কলম মিয়ার ছেলে। পরে তাঁর দেওয়া তথ্যমতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের শওকত আলীর ছেলে লায়েক আহমদকে (৪০) গ্রেপ্তার করে থানা-পুলিশ।

জানা যায়, গোলাপগঞ্জ পৌর এলাকার রনকেলী নয়াগ্রামের বাসিন্দা ও গোলাপগঞ্জ চৌমুহনীর সাহেদ টেলিকম ও সাহেদ এন্টারপ্রাইজের মালিক সাহেদ আহমদ পরিবার নিয়ে দীর্ঘদিন থেকে গোলাপগঞ্জ চৌমুহনীর ভাই ভাই কমপ্লেক্সের ৬ষ্ট তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ব্যবসার কাজ শেষ করে তাঁর ছোট ভাই জাহেদ আহমদ (২৭) বাসায় যাচ্ছিলেন। ৪র্থ তলার সিঁড়িতে যাওয়া পর আগে থেকে ওত পেতে থাকা ৩ জন ছিনতাইকারী তাঁকে ছুরিকাঘাত করে। এ সময় তাঁর সঙ্গে থাকা নগদ সাড়ে ৫ লাখ টাকা ও বিকাশ-ফ্লেক্সিলোডে ব্যবহৃত ৮ / ১০টি মোবাইল ফোন নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ী সাহেদ আহমদ। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁদের ধাওয়া করে ইনসান আলীকে আটক করেন। পরে তাঁর দেওয়া তথ্যমতে লায়েক আহমদকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা-পুলিশ। পরে সাহেদ আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন। বর্তমানে ছুরিকাঘাতে আহত জাহেদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক ফয়জুল করিম বলেন, এ ঘটনায় ব্যবহৃত একটি চাকু ও ছিনতাইকৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত