Ajker Patrika

এক মাসের মধ্যে সিলেটের সড়ক হকারমুক্ত করা হবে: মেয়র আনোয়ারুজ্জামান 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ২০: ১৪
Thumbnail image

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী এক মাসের মধ্যে সিলেটের রাস্তাঘাট হকারমুক্ত করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে তাঁর আলোচনা চলছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন চেম্বারের কনফারেন্স হলে শফিউল আলম চৌধুরী নাদেল এমপি নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সিলেট মেট্রোপলিটন চেম্বার। চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার জলিল এতে সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠানে সিসিক মেয়র বলেন, ‘সিলেট মহানগরের বিভিন্ন সড়কে হকারদের অবস্থান নিয়ে সমালোচনা চলছে। বিষয়টা আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। এ নিয়ে আমরা কাজ শুরু করেছি। হকার নেতারাসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে।’ 

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বিষয়টির সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা। রাজপথে হকার থাকার কারণে যানজটের কবলে পড়তে হচ্ছে। ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে। সিলেটের রাজপথ অবশ্যই হকার মুক্ত করতে বা রাখতে যা যা করা প্রয়োজন, তার সবকিছু করা হবে। 

সিলেট মেট্রোপলিটন চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ ব্যবসায়ী সংগঠনের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত