Ajker Patrika

শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি
শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

সারা দেশে শিক্ষকদের হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।

মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশ নেন। এতে শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার বলেন, ‘আমরা ছোটবেলা থেকে দেখে আসছি শিক্ষার্থীরা শিক্ষকদের শ্রদ্ধা করে, সম্মান দিয়ে কথা বলে। কিন্তু বর্তমানে এর ব্যত্যয় ঘটেছে। এমন পরিস্থিতি চলমান থাকলে তা জাতির জন্য সুফল বয়ে আনবে না। তাই সরকারকে এমন সিদ্ধান্ত নিতে হবে যেন প্রত্যেকে শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা করে। তাঁদের সম্মান দিয়ে কথা বলে। বাংলাদেশে শিক্ষকদের সঙ্গে আর কেউ এমন দুর্ব্যবহার করার সাহস না পায় সে ব্যবস্থা সরকারকে করতে হবে।’

শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জায়েদা শারমিন বলেন, ‘শিক্ষকেরা পাবেন শুধুমাত্র সম্মান এবং  ছাত্র-ছাত্রীরা পাবে তাঁদের ভালোবাসা। তবে সাভারে যে ঘটনা ঘটেছে, এক ছাত্র যেভাবে শিক্ষককে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে আঘাত করে হত্যা করেছে; তা খুবই দুঃখজনক। আমরা শুধুমাত্র কিছু কিছু ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম বা পত্র-পত্রিকায় দেখি। শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছনার এ রকম অসংখ্য ঘটনা আছে, যা আমাদের চোখে পড়ে না।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনের কাছেও অনেক শিক্ষক বিভিন্নভাবে লাঞ্ছিত হন। নারী শিক্ষক হওয়ার কারণেও অনেকে অপমানিত হয়েছেন। তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শিক্ষকদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হোক এটাই আমাদের চাওয়া।’

ইমেরিটাস অধ্যাপক ও পদার্থবিজ্ঞানী অরুণ কুমার বসাকের কথা উল্লেখ করে তিনি বলেন, অরুণ কুমার বসাক স্যারের সম্পত্তি অবৈধভাবে দখল করে তাঁকে নানাভাবে লাঞ্ছিত করা হচ্ছে। এমন পরিস্থিতির শিকার আমরা সাধারণ শিক্ষকেরাও হতে পারি। শিক্ষকদের সর্বোচ্চ সম্মান ও এমন ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত