Ajker Patrika

শাবিপ্রবিতে কার্যদিবস ছাড়াও শুক্র ও শনিবার চলবে ক্লাস-পরীক্ষা

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৭: ৩২
Thumbnail image

চলমান অবরোধ কর্মসূচিতে বাস চলাচল বন্ধ থাকায় কার্যদিবসের পাশাপাশি শুক্র ও শনিবার ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের প্রধানদের উপস্থিতিতে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্র-শনিবারসহ যে দিনগুলোতে হরতাল ও অবরোধ থাকবে না, ওই দিনগুলোতে বিশ্ববিদ্যালয় বাস চলাচল করবে। এ দিনগুলোতে বিভাগ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে ক্লাস ও পরীক্ষা নেবে। এ ছাড়া আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সব বিভাগের পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার্থে হরতাল-অবরোধের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে গোল চত্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মিনি বাস চলাচল করবে বলে জানান কবির হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত