Ajker Patrika

সিলেট মহানগরের ওয়ার্ড যুবলীগের সভাপতি গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

সিলেট মহানগরের ওয়ার্ড যুবলীগের এক সভাপতিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গতকাল শুক্রবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার স্টেশন রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি আব্দুস সালাম শাহেদ (৪৫) সিলেটের ভার্থখলার মৃত কলন্দর আলীর ছেলে। তিনি সিলেট মহানগর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

র‍্যাব-৯ জানায়, ৫ আগস্টের পর বিস্ফোরক দ্রব্যের আইনে এক মামলা হয়। সেই মামলার পলাতক আসামি ছিলেন আব্দুস সালাম শাহেদ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সালাম শাহেদকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া, উক্ত মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার করতে র‍্যাব-৯, সিলেট এর অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত