অনলাইন ডেস্ক
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও ধরা পড়ল অবৈধ স্বর্ণের চালান। এবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-২৪৮) পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হলো।
আজ শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের কাস্টমস বিভাগের কর্মকর্তারা স্বর্ণের চালানটি জব্দ করেন। কাস্টমসের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিত্যক্ত অবস্থায় পাওয়া স্বর্ণালংকারগুলোর মধ্যে ছিল ১৮টি চুড়ি ও ৩টি চেইন। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা।
কাস্টমসের কর্মকর্তারা জানান, স্বর্ণালংকারগুলো বিমানের ২৬ সি নম্বর সিটের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। চোরাচালানে জড়িত ব্যক্তিরা কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রেখে পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এর মাত্র দুই দিন আগে, বুধবার (৪ ডিসেম্বর), একই ফ্লাইটে (বিজি-২৪৮) ১ কেজি ২৮৩ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল। ওই স্বর্ণের বাজারমূল্য ছিল প্রায় ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।
সিলেট কাস্টমস কমিশনার মো. তাসনিমুর রহমানের সার্বিক নির্দেশনায় কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বারবার একই রুটে চোরাচালানের ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও ধরা পড়ল অবৈধ স্বর্ণের চালান। এবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-২৪৮) পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হলো।
আজ শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের কাস্টমস বিভাগের কর্মকর্তারা স্বর্ণের চালানটি জব্দ করেন। কাস্টমসের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিত্যক্ত অবস্থায় পাওয়া স্বর্ণালংকারগুলোর মধ্যে ছিল ১৮টি চুড়ি ও ৩টি চেইন। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা।
কাস্টমসের কর্মকর্তারা জানান, স্বর্ণালংকারগুলো বিমানের ২৬ সি নম্বর সিটের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। চোরাচালানে জড়িত ব্যক্তিরা কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রেখে পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এর মাত্র দুই দিন আগে, বুধবার (৪ ডিসেম্বর), একই ফ্লাইটে (বিজি-২৪৮) ১ কেজি ২৮৩ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল। ওই স্বর্ণের বাজারমূল্য ছিল প্রায় ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।
সিলেট কাস্টমস কমিশনার মো. তাসনিমুর রহমানের সার্বিক নির্দেশনায় কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বারবার একই রুটে চোরাচালানের ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। রোববার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১২ মিনিট আগেপটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
৫ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে