Ajker Patrika

মির্জা ফখরুল সিলেট যাচ্ছেন আগামীকাল

সিলেট সংবাদদাতা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৯: ১২
মির্জা ফখরুল সিলেট যাচ্ছেন আগামীকাল

সিলেট মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দিতে আগামীকাল শনিবার সিলেটে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী। 

মিফতাহ্ সিদ্দিকী জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে গঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে শনিবার দুপুর ২টায় স্থানীয় রেজিস্টারি মাঠে সিলেট মুক্ত দিবসের সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন জাতীয় কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। 

সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মেয়র আরিফুল হক চৌধুরী। সমাবেশ সঞ্চালনা করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় উদ্‌যাপন কমিটির সদস্যসচিব ডা. সাখাওয়াত হোসেন জীবন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত