Ajker Patrika

সিলেটে আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৯: ২৪
Thumbnail image

সিলেট নগরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে নিপুণ বাবু (৫২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নগরের মেন্দিবাগ এলাকার হোটেল আল-সালিম থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিপুণ রায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার কাটাহরির পশ্চিম গ্রামের মৃত নারায়ণ রায়ের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন, হোটেল কর্তৃপক্ষের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে হোটেল আল-সালিমের ৩৪০ নম্বর কক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। রাতের কোনো এক সময় তিনি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত