Ajker Patrika

নবীগঞ্জে নৌকার মনোনয়নপত্র দাখিলের সময় ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৬: ৪৫
নবীগঞ্জে নৌকার মনোনয়নপত্র দাখিলের সময় ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫

হবিগঞ্জের নবীগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালের এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরীর মনোনয়নপত্র দাখিল উপলক্ষে নবীগঞ্জ শহরে নতুন বাজার এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল থেকে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেখানে জড়ো হন।

লাঠিসোঁটা হাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীতএ সময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিমউদ্দৌলা চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা সভাস্থলে এলে ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেলের লোকজনের সঙ্গে ঝগড়া হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও একটি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিমউদ্দৌলা চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরীর সমর্থনে নতুন বাজার এলাকায় সভা ছিল। তাতে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা আজগর ও ইমনের ওপর রুবেল-প্রমি-জয়ের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালায়। তাতে তারা গুরুতর আহত হয়।’

উপজেলা ছাত্রলীগের অপর গ্রুপের নেতা জাহিদুল ইসলাম রুবেল এ বিষয়ে বলেন, ‘গতকাল বুধবার রাতে শহরের গোল্ডেন প্লাজায় নাজিমের লোকজন ছাত্রলীগ কর্মী মান্না-সাজুর ওপর হামলা চালায়। এর সূত্র ধরে আজ বৃহস্পতিবার নাজিমের লোকজন নতুন বাজার এলাকায় এলে ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় রিমন নামে আমাদের এক ছাত্রলীগ কর্মী আহত হয়।’

এ প্রসঙ্গে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী আজকের পত্রিকাকে বলেন, পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত