নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালের এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরীর মনোনয়নপত্র দাখিল উপলক্ষে নবীগঞ্জ শহরে নতুন বাজার এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল থেকে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেখানে জড়ো হন।
এ সময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিমউদ্দৌলা চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা সভাস্থলে এলে ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেলের লোকজনের সঙ্গে ঝগড়া হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও একটি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিমউদ্দৌলা চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরীর সমর্থনে নতুন বাজার এলাকায় সভা ছিল। তাতে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা আজগর ও ইমনের ওপর রুবেল-প্রমি-জয়ের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালায়। তাতে তারা গুরুতর আহত হয়।’
উপজেলা ছাত্রলীগের অপর গ্রুপের নেতা জাহিদুল ইসলাম রুবেল এ বিষয়ে বলেন, ‘গতকাল বুধবার রাতে শহরের গোল্ডেন প্লাজায় নাজিমের লোকজন ছাত্রলীগ কর্মী মান্না-সাজুর ওপর হামলা চালায়। এর সূত্র ধরে আজ বৃহস্পতিবার নাজিমের লোকজন নতুন বাজার এলাকায় এলে ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় রিমন নামে আমাদের এক ছাত্রলীগ কর্মী আহত হয়।’
এ প্রসঙ্গে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী আজকের পত্রিকাকে বলেন, পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
হবিগঞ্জের নবীগঞ্জে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালের এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরীর মনোনয়নপত্র দাখিল উপলক্ষে নবীগঞ্জ শহরে নতুন বাজার এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল থেকে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেখানে জড়ো হন।
এ সময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিমউদ্দৌলা চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা সভাস্থলে এলে ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেলের লোকজনের সঙ্গে ঝগড়া হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও একটি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজিমউদ্দৌলা চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরীর সমর্থনে নতুন বাজার এলাকায় সভা ছিল। তাতে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা আজগর ও ইমনের ওপর রুবেল-প্রমি-জয়ের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালায়। তাতে তারা গুরুতর আহত হয়।’
উপজেলা ছাত্রলীগের অপর গ্রুপের নেতা জাহিদুল ইসলাম রুবেল এ বিষয়ে বলেন, ‘গতকাল বুধবার রাতে শহরের গোল্ডেন প্লাজায় নাজিমের লোকজন ছাত্রলীগ কর্মী মান্না-সাজুর ওপর হামলা চালায়। এর সূত্র ধরে আজ বৃহস্পতিবার নাজিমের লোকজন নতুন বাজার এলাকায় এলে ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় রিমন নামে আমাদের এক ছাত্রলীগ কর্মী আহত হয়।’
এ প্রসঙ্গে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী আজকের পত্রিকাকে বলেন, পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
৬ মিনিট আগে২০৩০ সালের মধ্যে রাজধানীতে নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ঢাকা শহরের বাস রুট যৌক্তিকীকরণ এবং প্রতি রুটে অভিন্ন কোম্পানির অধীনে বাস সার্ভিস চালুর একটি উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। এজন্য ২৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু করা হয় ২০২০ সালের ১ মার্চ।
৩৭ মিনিট আগেপুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৫ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে