Ajker Patrika

হকারকে তুলে নিয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি
সিলেটে হকারকে তুলে নিয়ে চাঁদা আদায় মামলার প্রধান আসামি ও যুবদলের বহিষ্কৃত নেতা জয়দীপ চৌধুরী মাধবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
সিলেটে হকারকে তুলে নিয়ে চাঁদা আদায় মামলার প্রধান আসামি ও যুবদলের বহিষ্কৃত নেতা জয়দীপ চৌধুরী মাধবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

সিলেটে হকারকে তুলে নিয়ে চাঁদা আদায় মামলার প্রধান আসামি ও যুবদলের বহিষ্কৃত নেতা জয়দীপ চৌধুরী মাধবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেবকুনা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাধবের বাড়ি সিলেট মহানগরের দাঁড়িয়াপাড়া এলাকায়। তিনি মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে মাধবের নেতৃত্বে কয়েক ব্যক্তি সিলেট জেলা পরিষদের সামনে থেকে হকার কাজল মিয়াকে তুলে নিয়ে জিন্দাবাজারের সিতারা ম্যানশনে যান। সেখানে তাঁকে মারধর করে সঙ্গে থাকা সাড়ে ১৬ হাজার টাকা নিয়ে নেন তাঁরা। সেই সঙ্গে আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে পুলিশের তৎপরতায় কাজলকে ছেড়ে দেন তাঁরা। এ ঘটনায় হকার কাজল ওই রাতে মাধবকে প্রধান আসামি করে সাত-আটজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরদিন তা মামলা হিসেবে রুজু হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিকে সুনামগঞ্জ থেকে সিলেটে নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

হকার কাজলকে তুলে নেওয়ার ঘটনায় শুক্রবার রাতে সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত