Ajker Patrika

লন্ডন–আমেরিকার মহব্বতের দরকার নেই, আমরা কাজ করে ভাত খাই: পরিকল্পনামন্ত্রী 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৮: ৪৭
লন্ডন–আমেরিকার মহব্বতের দরকার নেই, আমরা কাজ করে ভাত খাই: পরিকল্পনামন্ত্রী 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘লন্ডন–আমেরিকার মহব্বতের কোনো দরকার নেই। আমরা কাজ করে ভাত খাই, হাত পেতে কিছু খাই না। আমরা বিদেশে গিয়ে বিভিন্ন পেশায় কাজ করে ভাত খাই। আমরা বাঙালি জাতি, বীরের জাতি, আমরা কর্মীর জাতি।’

আজ রোববার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কচুরকান্দি গ্রামে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনে আসে না, দেশের জন্য কাজ করে না। নির্বাচনকে বানচাল করে ধান্দাবাজদের কাছে সোহাগী হতে চায়। কিন্তু জনগণ এখন তা বুঝে গেছে। তাই সবাই ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবে। যাতে করে বিএনপির মুখে কালি পড়ে, চুন পড়ে।’ 

৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহাদাত মান্নান অভি, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক মিয়া প্রমুখ। সঞ্চালনা করেন পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত