Ajker Patrika

সিলেটে বিদ্যুতায়িত হয়ে আহত কিশোরের মৃত্যু

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৪, ১৯: ০৮
Thumbnail image

সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুতায়িত হয়ে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মারা যাওয়া কিশোরের নাম রাব্বি আহমদ (১৭)। সে গোলাপগঞ্জ পৌরসভা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের রণকেলী দক্ষিণভাগ গ্রামের শামেল আহমদের ছেলে এবং মদিনা থাই অ্যান্ড গ্লাস প্রতিষ্ঠানে কাজ করত। 

ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাব্বির বাবা একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। রাব্বি টাইলস মিস্ত্রির সহকারী ছিল। তিন দিন আগে গোলাপগঞ্জ পৌর সদরের কদমতলা এলাকায় একটি দোকানে টাইলস ফিটিংয়ের কাজের সময় বিদ্যুতায়িত হয়ে রাব্বি গুরুতর আহত হয়। পরে তাকে সিলেটে নিয়ে একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ১০টার দিকে সে মৃত্যুরবরণ করে। 

নজরুল আরও জানান, আজ জোহরের পর তার জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। এ সময় তিনি কিশোরের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত