Ajker Patrika

এক নারীর স্বামী দাবি করে দুজনের হাতাহাতি, পরে তিন জনই থানায়

সিলেট প্রতিনিধি
এক নারীর স্বামী দাবি করে দুজনের হাতাহাতি, পরে তিন জনই থানায়

সিলেটে এক নারীকে স্ত্রী দাবি করে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে নগরের লামাবাজারে এই ঘটনার পর স্থানীয়রা তিনজনকেই পুলিশের কাছে সোপর্দ করেন। পরে প্রথম স্বামী দাবিদার মালদ্বীপ প্রবাসীকে ছেড়ে দিলেও বাকি দুজনকে হেফাজতে রেখেছে পুলিশ।

মালদ্বীপ প্রবাসীর বরাত দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আলী মাহমুদ জানান, প্রায় ১৯ বছর আগে ওই নারীর সঙ্গে তাঁর বিয়ে হয়।

চার বছর আগে স্ত্রী-সন্তানদের সিলেটের ভাড়া বাসায় রেখে তিনি মালদ্বীপে যান। স্ত্রীর অন্যত্র বিয়ে করার খবর পেয়ে সম্প্রতি দেশে ফিরে তাঁকে খুঁজতে থাকেন তিনি। গতকাল বুধবার বিকেলে লামাবাজারে আরেকজরে সঙ্গে স্ত্রীকে দেখতে পান তিনি। তখন তাঁদের তিনজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তখন স্থানীয়রা তাদের নিয়ে থানায় আসে।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথম স্বামীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন বলে ওই নারী স্বীকার করেছেন। এই ঘটনায় প্রথম স্বামী চাইলে ব্যভিচারের মামলা দায়ের করতে পারবেন। তবে এ নিয়ে এখনো মীমাংসা কিংবা থানায় অভিযোগ দায়ের হয়নি। ওই নারী ও দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তি পুলিশের হেফাজতে আছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত