Ajker Patrika

সিসিক মেয়র আরিফের বাসায় আগুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিসিক মেয়র আরিফের বাসায় আগুন

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়, এর আগেই বাসার লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় মেয়রের বাসার একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটে। কক্ষের বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

বাসায় থাকা সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বড় মেয়ে সাইকা তাবাসুম চৌধুরী বিদেশে থাকায় তাঁর কক্ষটি ফাঁকা ছিল। রাত সোয়া ৮টার দিকে ওই কক্ষে বিকট শব্দ হয়। এ সময় বাসায় থাকা লোকজন কক্ষটি থেকে ধোয়া বের হতে দেখেন। পরে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। খবর পেয়ে রাত ৮টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর দুটি ইউনিট। তারা কক্ষটিতে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল হোসেন জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া বাকি কক্ষগুলোও পরীক্ষা করে দেখা হয়। তবে আর কোথাও কোনো আগুনের অস্তিত্ব মেলেনি। আগুন লাগান কারণ কী তা এখনই বলা সম্ভব না বলে জানান তিনি। সিসিক মেয়র দেশে ফেরার পর তাঁর অনুমতি নিয়ে বিষয়টি তদন্ত করেই বলা যাবে কী কারণে আগুন লেগেছে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই কক্ষটিতে প্রবেশ করে দেখা গেছে, কক্ষে থাকা এসি ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে। কক্ষের ভেতর বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে বাসার লোকজন ধারণা করছেন এসির বিস্ফোরণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।

আরিফুল হক চৌধুরী ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে আছেন। ১৫ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত