Ajker Patrika

জৈন্তাপুরে নিহত ৩ ছাত্রলীগ কর্মীর দাফন, একজনের শেষকৃত্য সম্পন্ন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৮: ৫৯
Thumbnail image

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের রাংপানি এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে ছাত্রলীগের চার নেতা নিহত হন।

আজ শনিবার বেলা ২টার দিকে জৈন্তাপুর রাজবাড়ী মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে তিনজনের জানাজা শেষে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তাঁরা হলেন—উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) এবং হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)। আর রণদিপ পালের ছেলে নিহাল পালের (২৫) শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।

নিহত সবার পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান সিলেট-৪ আসনের একাধিকবারের সংসদ সদস্য ও সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি।

এদিকে তিনজনের জানাজায় উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীসহ হাজারো মানুষ। আর সেখানে সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার।

ইমরান আহমদ বলেন, ‘শুনেছি গতকাল রাতে তাদের চিকিৎসা নিয়ে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে অপ্রীতিকর ঘটনা গঠেছে। তদন্তপূর্বক হাসপাতাল কর্তৃপক্ষের দায় থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত