Ajker Patrika

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
নিহত ইফজা আহমদ। ছবি: সংগৃহীত
নিহত ইফজা আহমদ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জারিকা শহরে দুর্বৃত্তদের গুলিতে ইফজা আহমদ (২৭) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় জারিকা শহরের একটি রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত ইফাজ আহমদ বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের শফিক আলীর ছেলে। আজ মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রেই ইফাজের দাফন সম্পন্ন হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশে থাকা নিহত ইফাজ আহমদের মামা শানুর মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমেরিকায় ইফাজ আহমদ স্নাতক পাস করে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত। তার স্বপ্ন ছিল সেখানে নতুন একটি বাসা কেনা। কিন্তু তার স্বপ্ন পূরণ হলো না। দুর্বৃত্তদের গুলিতে তাকে প্রাণ হারাতে হলো। ইফাজের পিতা-মাতাসহ পরিবারের সবাই দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করে।’

শানুর মিয়া আরও বলেন, ‘আমেরিকার জারিকা এলাকার বাঙালিপাড়ায় দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জরিমানার টাকা নিয়ে ওই দুই গাড়ির চালকের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। পরে দুটি পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইফাজ আহমদ নিহত হয়। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে সেখানে নিহতের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

বাজে হারের পরও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত