Ajker Patrika

আসামি গ্রেপ্তার নিয়ে বিএনপি–যুবদল পাল্টাপাল্টি ধাওয়া, ১৪৪ ধারা জারি

­ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ২৫
আসামি গ্রেপ্তার নিয়ে বিএনপি–যুবদল পাল্টাপাল্টি ধাওয়া, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাই অনির্দিষ্ট সময়ের জন্য ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

গতকাল শুক্রবার রাত ১২টা থেকে মধ্যনগর বাজার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়। ওই দিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি করেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা নানান, ডেভিল হান্ট অভিযানে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মাছিমপুর গ্রামের মিজানুর রহমান (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করে মধ্যনগর থানা-পুলিশ। তিনি ওয়ার্ড যুবলীগের সহসভাপতি দাবি পুলিশের।

অপরদিকে মিজানুর রহমান বিএনপির একজন একনিষ্ঠ কর্মী বলে দাবি বিএনপির একটি অংশের। পরে ডেভিল হান্ট অভিযানের নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে বিক্ষোভ করে যুবদল নেতা এম শহীদ মিয়ার নেতৃত্বে বিএনপির একটি অংশ। এর জের ধরে মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাঈয়ুম মজনু ও যুবদল নেতা এম শহীদ মিয়ার লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপি ও যুবদলের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।

গতকাল সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক এম শহীদ বিক্ষোভ মিছিল শেষে বলেন, ‘পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করছে।’

এ বিষয়ে জানতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাঈয়ুম মজনুর মোবাইল ফোনে কল করা হলে পরে কথা বলবেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে এক আসামিকে গ্রেপ্তারের পর তা নিয়ে বিএনপি ও যুবদলের দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।’

ইউএনও উজ্জ্বল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘাত সৃষ্টির শঙ্কা দেখা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যনগর বাজার এলাকায় অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত