ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাই অনির্দিষ্ট সময়ের জন্য ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার রাত ১২টা থেকে মধ্যনগর বাজার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়। ওই দিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি করেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা নানান, ডেভিল হান্ট অভিযানে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মাছিমপুর গ্রামের মিজানুর রহমান (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করে মধ্যনগর থানা-পুলিশ। তিনি ওয়ার্ড যুবলীগের সহসভাপতি দাবি পুলিশের।
অপরদিকে মিজানুর রহমান বিএনপির একজন একনিষ্ঠ কর্মী বলে দাবি বিএনপির একটি অংশের। পরে ডেভিল হান্ট অভিযানের নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে বিক্ষোভ করে যুবদল নেতা এম শহীদ মিয়ার নেতৃত্বে বিএনপির একটি অংশ। এর জের ধরে মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাঈয়ুম মজনু ও যুবদল নেতা এম শহীদ মিয়ার লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপি ও যুবদলের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
গতকাল সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক এম শহীদ বিক্ষোভ মিছিল শেষে বলেন, ‘পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করছে।’
এ বিষয়ে জানতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাঈয়ুম মজনুর মোবাইল ফোনে কল করা হলে পরে কথা বলবেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে এক আসামিকে গ্রেপ্তারের পর তা নিয়ে বিএনপি ও যুবদলের দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।’
ইউএনও উজ্জ্বল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘাত সৃষ্টির শঙ্কা দেখা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যনগর বাজার এলাকায় অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাই অনির্দিষ্ট সময়ের জন্য ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার রাত ১২টা থেকে মধ্যনগর বাজার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়। ওই দিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি করেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা নানান, ডেভিল হান্ট অভিযানে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মাছিমপুর গ্রামের মিজানুর রহমান (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করে মধ্যনগর থানা-পুলিশ। তিনি ওয়ার্ড যুবলীগের সহসভাপতি দাবি পুলিশের।
অপরদিকে মিজানুর রহমান বিএনপির একজন একনিষ্ঠ কর্মী বলে দাবি বিএনপির একটি অংশের। পরে ডেভিল হান্ট অভিযানের নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে বিক্ষোভ করে যুবদল নেতা এম শহীদ মিয়ার নেতৃত্বে বিএনপির একটি অংশ। এর জের ধরে মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাঈয়ুম মজনু ও যুবদল নেতা এম শহীদ মিয়ার লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপি ও যুবদলের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
গতকাল সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক এম শহীদ বিক্ষোভ মিছিল শেষে বলেন, ‘পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করছে।’
এ বিষয়ে জানতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাঈয়ুম মজনুর মোবাইল ফোনে কল করা হলে পরে কথা বলবেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে এক আসামিকে গ্রেপ্তারের পর তা নিয়ে বিএনপি ও যুবদলের দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।’
ইউএনও উজ্জ্বল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘাত সৃষ্টির শঙ্কা দেখা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যনগর বাজার এলাকায় অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকায় জনগণ সেবাবঞ্চিত হচ্ছে। তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে, যাতে জনগণ সেবা পেতে পারে। তবে উপযুক্ত সংস্কার নিশ্চিতের পরই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। এ সময় তিনি নির্বাচনকে কালোটাকা ও পেশিশক্তির প্রভাবম
৩১ মিনিট আগে১৬ বছর পর কাউন্সিলরদের ভোটে যশোর জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু নির্বাচিত হয়েছেন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন খোকন।
৩৯ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাটে সাঁওতালদের ভূমি ও জীবনের নিরাপত্তার দাবিতে সমাবেশ হয়েছে। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ‘আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ’ ও ‘সামাজিক সংগ্রাম পরিষদ’ যৌথভাবে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। গাইবান্ধা আইন কলেজের ছাত্র ব্রিটিশ সরেন প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন।
৪০ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধ, উপাচার্য, সহ-উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবি নিয়ে আগামীকাল রোববার সকাল সাড়ে ৬টায় প্রেস ব্রিফিং করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর সকাল ৭টায় প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে রওনা হবেন তাঁরা। আজ শনিবার সন্ধ্যায় কুয়েটে আন্দালনরত শ
৪৪ মিনিট আগে