Ajker Patrika

বিশ্বনাথে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২২, ২১: ৫৬
বিশ্বনাথে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

সিলেট থেকে বিশ্বনাথগামী বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ-রশীদপুর সড়কের রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চবিদ্যালয় গেটসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ সময় বাসের ধাক্কায় সিলেটগামী আরও চারটি অটোরিকশা (সিএনজি) ও তিনটি ব্যাটারিচালিত টমটমের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও বাস, পিকআপ ও ব্যাটারিচালিত টমটম আটক করে পুলিশ। 

দুর্ঘটনায় নিহত ব্যক্তি ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের তাহিদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪২)।

আহত ব্যক্তিরা হলেন কারিকোনা গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে টমটমচালক মাহবুব আলম (৪২), মৌজপুর গ্রামের সাজ্জাদুর রহমানের ছেলে পিকআপচালক সুহেল আহমদ (৪০), চান্দভরাং গ্রামের কিতাব আলীর ছেলে সাজ্জাদুর রহমান (২৫) ও পথচারী ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের কামরান (২৫)। তাঁদের মধ্যে অজ্ঞাতনামা আরও দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিশ্বনাথ থানার (তদন্ত) কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, বাস, পিকআপ ও টমটম গাড়ি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত