Ajker Patrika

সিলেটে ৫০০০ ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি
সিলেটে ৫০০০ ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

সিলেটে পাঁচ হাজার ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরের মহাজনপট্টি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. কাউসার আহমদ (৩২) ও নিজাম উদ্দিন (৪২)। তাঁরা সিলেট নগরীর বাসিন্দা।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিরা অনেক দিন ধরে সিলেট শহরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পুলিশ জানায়, গতকাল বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের মহাজনপট্টির হিরামন মার্কেটের পূর্বপাশে সিরাজ মিয়ার কলোনির ৬ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে পাঁচ হাজার ইয়াবা বড়ি, মাদক বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা ও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁদের ব্যবহার করা তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত