মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে জেলার সব কয়টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলার মনু ও জুড়ী নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধলাই ও কুশিয়ারা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অব্যাহত বৃষ্টির কারণে জুড়ী, বড়লেখা ও সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টা পর্যন্ত জেলার মনু নদে ২৯ সেন্টিমিটার ও জুড়ী নদী ১৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশ কিছু জায়গায় ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। পানি বৃদ্ধি পেলে ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে জেলা শহর ও সদর উপজেলার মনু নদের তীরে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো প্লাবিত হয়েছে। এ ছাড়া বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বড়লেখা পৌর শহরের বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে পানি উঠেছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
জানতে চাইলে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের সিনিয়র সহকারী কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, গত ৩ দিনে এই অঞ্চলে ২০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও ২-৩ দিন বৃষ্টির হওয়ায় সম্ভাবনা রয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ‘মনু ও জুড়ী নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি বন্ধ হলে দ্রুত পানি নেমে যাবে। সার্বক্ষণিক পরিস্থিতি নজরে রাখছি। এখনো কোনো নদ-নদীতে ভাঙন দেখা দেয়নি।’
এ বিষয়ে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ বলেন, বৃষ্টি ও উজানের ঢলে জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা জেলাসহ সব কয়টি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছি। সবাইকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। আশ্রয়কেন্দ্র ও শুকনো খাবার প্রস্তুত করা হয়েছে।
মৌলভীবাজারে কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে জেলার সব কয়টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলার মনু ও জুড়ী নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধলাই ও কুশিয়ারা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অব্যাহত বৃষ্টির কারণে জুড়ী, বড়লেখা ও সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টা পর্যন্ত জেলার মনু নদে ২৯ সেন্টিমিটার ও জুড়ী নদী ১৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশ কিছু জায়গায় ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। পানি বৃদ্ধি পেলে ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে জেলা শহর ও সদর উপজেলার মনু নদের তীরে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো প্লাবিত হয়েছে। এ ছাড়া বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বড়লেখা পৌর শহরের বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে পানি উঠেছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
জানতে চাইলে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের সিনিয়র সহকারী কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, গত ৩ দিনে এই অঞ্চলে ২০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও ২-৩ দিন বৃষ্টির হওয়ায় সম্ভাবনা রয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ‘মনু ও জুড়ী নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি বন্ধ হলে দ্রুত পানি নেমে যাবে। সার্বক্ষণিক পরিস্থিতি নজরে রাখছি। এখনো কোনো নদ-নদীতে ভাঙন দেখা দেয়নি।’
এ বিষয়ে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ বলেন, বৃষ্টি ও উজানের ঢলে জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা জেলাসহ সব কয়টি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছি। সবাইকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। আশ্রয়কেন্দ্র ও শুকনো খাবার প্রস্তুত করা হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় টিউশনি করতে গিয়ে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসেন। তিনি যে বাড়িতে টিউশনি করতেন, সেই বাড়ির সিঁড়িতেই তাঁর রক্তাক্ত লাশ পাওয়া গেছে। তবে খুনের ঘটনার সঙ্গে কারা জড়িত, এ বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি পুলিশ।
৭ মিনিট আগেআজ রোববার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকালে ছাত্রদলের নেতা-কর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতের দাবি জানান।
২৬ মিনিট আগেদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং দেশের স্থিতিশীলতা ও অর্থনীতিকে নড়বড়ে করার উদ্দেশ্যে সাজানো চক্রান্ত।
৩০ মিনিট আগেশিল্পপতি এ কে আজাদের গণসংযোগ চলাকালে শোডাউন করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় এ কে আজাদের দুটি গাড়ি ভাঙচুরসহ তাঁর ওপর হামলা করার চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৩১ মিনিট আগে