Ajker Patrika

বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি   
Thumbnail image
মো. রেখাছ মিয়া। ছবি: সংগৃহীত

হত্যা মামলায় হবিগঞ্জের বনিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি মো. রেখাছ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সদর উপজেলার যাত্রাপাশা মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রেখাছ মিয়া যাত্রাপাশা মহল্লান মৃত লাল মোহাম্মদের ছেলে ও দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নয়জন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে মিছিল বের করে। গ্যানিংগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে মিছিলকারী ৩/৪ হাজার লোক বড় বাজার শহীদ মিনারে গিয়ে জড়ো হন। পরে বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে থানার সামনে গেলে পুলিশের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। ঘটনার সময় পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের গুলিতে হতাহতের ঘটনা ঘটে। এতে নয়জনের মৃত্যু হয়। পরে নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ছাত্র আন্দোলনে নাইন মার্ডার মামলায় রেখাছ মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত