Ajker Patrika

সিলেটে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ল নদীতে, ৪ ছাত্রলীগকর্মী নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৩: ৫৩
সিলেটে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ল নদীতে,  ৪ ছাত্রলীগকর্মী নিহত

সিলেটের জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে ৪ আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে ৪ নম্বর বাংলাবাজার এলাকায় গাড়িটি দুর্ঘটনার শিকার হয় বলে জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম জানান।

নিহতরা হলেন— উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)। 

তাঁরা চারজন ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ জানান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ব্যবসায়িক কাজে তাঁরা তামাবিল স্থলবন্দরে যাচ্ছিলেন।

এ ঘটনায় দুঃখপ্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। 

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নিচে পড়ে যায়

ঘটনার বর্ণনা দিয়ে ওসি তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তাঁরা প্রাইভেট কারে করে জৈন্তাপুর থেকে তামাবিল স্থলবন্দরের দিকে রওনা হন। পথে ৪ নম্বর বাংলাবাজার এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সিলেটে নেওয়ার পথে বাকি দুজনেরও মৃত্যু হয়। 

এদিকে চিকিৎসায় অবহেলা এবং অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালায় এবং ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত