Ajker Patrika

সিলেটে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

সিলেট প্রতিনিধি
সিলেটে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ছবি: আজকের পত্রিকা
সিলেটে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ছবি: আজকের পত্রিকা

সিলেটে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) জেলা ও মহানগরের উদ্যোগে এই সংগীত পরিবেশন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শাহবাগে জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়ার চেষ্টাকে অবমাননা হিসেবে আখ্যা দিয়ে এর প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

প্রতিবাদী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান লোদি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জাসাস সিলেট জেলার সদস্যসচিব রায়হান এইচ খানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের দেশাত্মবোধক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত