Ajker Patrika

হত্যা মামলায় সিলেটে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

  সিলেট প্রতিনিধি
হত্যা মামলায় সিলেটে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
হত্যা মামলায় সিলেটে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

সিলেটের বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলীকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব–৯)। আজ বুধবার সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রফিক আলী বিশ্বনাথের শাহজিরগাঁওয়ের মৃত আরজান আলীর ছেলে।

র‍্যাব জানায়, সিলেটে কলেজছাত্র পংকজ কুমার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রফিক আলী। গত ৫ আগস্ট নগরীর ক্বিন ব্রিজ এলাকায় ছাত্র-জনতার অবস্থানকালে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা হামলা ও গুলিবর্ষণ করেন। এতে পংকজ কুমার গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

পরে নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘এছাড়াও তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় অপহরণ মামলা রয়েছে। গ্রেপ্তারের পর রফিক আলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত