Ajker Patrika

স্বপ্ন ফাউন্ডেশনের ঈদ উপহার পেল ১০০ দরিদ্র পরিবার

সিলেট প্রতিনিধি
স্বপ্ন ফাউন্ডেশনের ঈদ উপহার পেল ১০০ দরিদ্র পরিবার

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে এক শ হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে চ্যারিটি সংস্থা স্বপ্ন ফাউন্ডেশন। আজ মঙ্গলবার সিলেটের ওসমানীনগর উপজেলার ইছামতি গ্রামে তিনটি মহল্লার বাছাইকৃত এক শ দরিদ্র পরিবারের মধ্যে ঈদ ফুড প্যাক নামে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন সংস্থার স্বেচ্ছাসেবকরা।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, তেল, চিনি, দুধ ও সেমাই। এ সময় স্বপ্ন ফাউন্ডেশনের সদস্য হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা রেজাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায়ী হাফিজ উবায়দুল হক, মাওলানা আব্দুল মুমিন, হাফিজ মাওলানা সৈয়দ আলমগীর আহমদ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দেশি ও প্রবাসীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা স্বপ্ন ফাউন্ডেশন সিলেট অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য ও ত্রাণসহায়তা ছাড়াও বিভিন্ন সময়ে দরিদ্র মেধাবীদের শিক্ষা সহায়তা করে আসছে। দেশ-বিদেশের ধর্মপ্রাণ দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তায় জনকল্যাণমুখী বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করে আসছে এই সংস্থা।’ 

বক্তারা অসহায় মানুষের পাশে এগিয়ে আসার জন্য সকল দাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত