গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তারিফুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। উপজেলার পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা নামক মাঠে আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার পৌর এলাকার রণকেলী নয়াগ্রামের তখলিছ আলীর ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই রেজন আহমদ।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে নিজ এলাকার ফুটবল খেলা দেখতে যান তারিফুর রহমান। এ সময় নিজ দলের খেলোয়াড়দের ধমক দিয়ে সুন্দর করে খেলার জন্য বোঝাতে থাকেন। এ সময় প্রতিপক্ষের একজন খেলোয়ার তাঁদের ধমক দেওয়া হচ্ছে মনে করে তারিফুর রহমানের সঙ্গে বাগ্বিতন্ডায় জড়ান। পরে উপস্থিত সবাই বিষয়টি সমাধান করেন। কিন্তু খেলা শেষ হওয়ার পরপরই বিপক্ষ দলের কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে উপর্যুপরি কোপাতে থাকেন।
এ সময় স্থানীয়রা গুরুতর আহত ৩ জনকে নগরীর নর্থ ইস্ট মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তারিফুর রহমান মারা যান। এ ঘটনায় খেলার ম্যাচ রেফারি একই এলাকার তছন আলীর ছেলে আবু সুফিয়ান (২৭), তাঁর ছোট ভাই জায়েদ আহমদ পারভেজ (১৭) ও একই এলাকার ফয়ছুল আলীর ছেলে শাহানুর আহমদ গুরুতর আহত হয়েছেন।
এদিকে যুবক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে তারা গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণ সড়কের রনকেলী এলাকায় অবরোধ করে। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবীরের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তারিফুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। উপজেলার পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা নামক মাঠে আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার পৌর এলাকার রণকেলী নয়াগ্রামের তখলিছ আলীর ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই রেজন আহমদ।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে নিজ এলাকার ফুটবল খেলা দেখতে যান তারিফুর রহমান। এ সময় নিজ দলের খেলোয়াড়দের ধমক দিয়ে সুন্দর করে খেলার জন্য বোঝাতে থাকেন। এ সময় প্রতিপক্ষের একজন খেলোয়ার তাঁদের ধমক দেওয়া হচ্ছে মনে করে তারিফুর রহমানের সঙ্গে বাগ্বিতন্ডায় জড়ান। পরে উপস্থিত সবাই বিষয়টি সমাধান করেন। কিন্তু খেলা শেষ হওয়ার পরপরই বিপক্ষ দলের কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে উপর্যুপরি কোপাতে থাকেন।
এ সময় স্থানীয়রা গুরুতর আহত ৩ জনকে নগরীর নর্থ ইস্ট মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তারিফুর রহমান মারা যান। এ ঘটনায় খেলার ম্যাচ রেফারি একই এলাকার তছন আলীর ছেলে আবু সুফিয়ান (২৭), তাঁর ছোট ভাই জায়েদ আহমদ পারভেজ (১৭) ও একই এলাকার ফয়ছুল আলীর ছেলে শাহানুর আহমদ গুরুতর আহত হয়েছেন।
এদিকে যুবক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে তারা গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণ সড়কের রনকেলী এলাকায় অবরোধ করে। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবীরের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
৭ মিনিট আগেবাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আগামী জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বা প্রবেশদ্বার। এই লক্ষ্য পূরণে বেসামরিক বিমান
১৪ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন নারী স্বজনেরা। এ সময় তাঁদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। আজ সোমবার আড়াইহাজার থানার গেটে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেদিনাজপুরের বিরলে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় চারজনের নামে হত্যা মামলা হয়েছে। এতে ভবেশকে মানসিক চাপ দিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার বিকেলে ভবেশের ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় মামলাটি করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্
২৪ মিনিট আগে