Ajker Patrika

গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি 
গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত

গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তারিফুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। উপজেলার পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা নামক মাঠে আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার পৌর এলাকার রণকেলী নয়াগ্রামের তখলিছ আলীর ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই রেজন আহমদ।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে নিজ এলাকার ফুটবল খেলা দেখতে যান তারিফুর রহমান। এ সময় নিজ দলের খেলোয়াড়দের ধমক দিয়ে সুন্দর করে খেলার জন্য বোঝাতে থাকেন। এ সময় প্রতিপক্ষের একজন খেলোয়ার তাঁদের ধমক দেওয়া হচ্ছে মনে করে তারিফুর রহমানের সঙ্গে বাগ্বিতন্ডায় জড়ান। পরে উপস্থিত সবাই বিষয়টি সমাধান করেন। কিন্তু খেলা শেষ হওয়ার পরপরই বিপক্ষ দলের কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে উপর্যুপরি কোপাতে থাকেন।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত ৩ জনকে নগরীর নর্থ ইস্ট মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তারিফুর রহমান মারা যান। এ ঘটনায় খেলার ম্যাচ রেফারি একই এলাকার তছন আলীর ছেলে আবু সুফিয়ান (২৭), তাঁর ছোট ভাই জায়েদ আহমদ পারভেজ (১৭) ও একই এলাকার ফয়ছুল আলীর ছেলে শাহানুর আহমদ গুরুতর আহত হয়েছেন।

এদিকে যুবক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে তারা গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণ সড়কের রনকেলী এলাকায় অবরোধ করে। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবীরের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত