Ajker Patrika

বাঘাইছড়িতে ইউপিডিএফের অর্ধদিবস হরতাল চলছে

প্রতিনিধি
আপডেট : ১৬ জুন ২০২১, ১৪: ০০
Thumbnail image

বাঘাইছড়ি (রাঙামাটি) : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা মামলার সন্দেহভাজন আসামি পিসিপি নেতা রূপায়ণ চাকমাকে আটকের প্রতিবাদে হরতাল পালিত হচ্ছে। আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

এ সময় হরতালের সমর্থনে সকাল থেকেই উপজেলার আট কিলোমিটার এলাকা ও ইউপিডিএফ (প্রসিত) নিয়ন্ত্রিত এলাকায় পিকেটিংয়ের পাশাপাশি বেশ কিছু ব্রিজের পাটাতন খুলে ফেলা হয়। নৌপথে যোগাযোগ স্বাভাবিক থাকলেও হরতালের প্রভাবে দূরপাল্লার কোনো যানবাহন বাঘাইছড়ি থেকে ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাঘাইছড়ি উপজেলায় হরতালের সমর্থনে ব্রিজের পাটাতন খুলে ফেলা হয়বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন, বাঘাইছড়ি উপজেলা সদরে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। তবে ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকায় কিছুটা সমস্যা রয়েছে। পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিজিবির টহলও রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলা পরিষদে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ঢুকে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করে দুই সন্ত্রাসী। পরে এ ঘটনায় জেএসএস (সন্তু) দলের ১০ সদস্য ও অজ্ঞাত ৮ জনের কথা উল্লেখ করে নিহত সমরের ভাই বিনয় চাকমা একটি মামলা করেন। সেই মামলায় গত মঙ্গলবার ১১টায় উপজেলার মাচালং বাজার থেকে সাজেক ইউনিয়নের পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রূপায়ণ চাকমাকে আটক করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে আটক রূপায়ণ চাকমাকে নির্দোষ দাবি করে তাঁর মুক্তির দাবিতে পিসিপি সদস্য এল্টু চাকমা ও কালোবরণ চাকমার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আধাবেলা হরতালের ঘোষণা দেয় ইউপিডিএফ (প্রসিত) দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত