Ajker Patrika

প্রকল্প সময়মতো শেষ না হলে জবাবদিহি করতে হবে: ড. মোমেন এমপি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ২০: ০১
Thumbnail image

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, ‘সিলেটে চলমান প্রকল্পগুলো যাতে সময়মতো সম্পন্ন হয় সে জন্য আমি জোর তদারকি করব। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প সময়মতো সম্পন্ন না করলে তাঁদের জবাবদিহির আওতায় আনা হবে।’

আজ শুক্রবার সিলেট সদর উপজেলা প্রশাসন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘দেশ ও জনগণের জন্য রাজনীতি করে বলেই আওয়ামী লীগকে আবার নির্বাচিত করেছে জনগণ। আমি কৃতজ্ঞ, সিলেটের মানুষ আমাকে ভালোবেসে পুনরায় নির্বাচিত করেছে। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি জনগণের সেবা করে যাব। জননেত্রী শেখ হাসিনা আমাদের আশা-আকাঙ্ক্ষা ভরসাস্থল।’

তিনি উপস্থিতজনদের তথ্য দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, সঠিক তথ্য পেলে সমস্যাগুলো যথাযথভাবে চিহ্নিত করে সমাধান করা সম্ভব। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

বক্তব্য দেন মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, বীর মুক্তিযোদ্ধা ইরশাদ আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হিরণ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ।

এর আগে ড. এ কে আব্দুল মোমেন সিলেট শাহজালাল (র.) মাজার মসজিদে জুমার নামাজ আদায় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মহানগর আওয়ামী নেতা জুবের খান, জুনেদ আহমদ শওকত, হাজী আব্দুল মতিন, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল খাবির, সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুছ সাদাত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত