Ajker Patrika

ট্রেনের ধাক্কায় বিয়ের গাড়ি ধানখেতে, চালক আহত

সিলেট প্রতিনিধি
ট্রেনের ধাক্কায় যাত্রীবিহীন বিয়ের গাড়ি ছিটকে ধানখেতে পড়ে। ছবি: আজকের পত্রিকা
ট্রেনের ধাক্কায় যাত্রীবিহীন বিয়ের গাড়ি ছিটকে ধানখেতে পড়ে। ছবি: আজকের পত্রিকা

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় যাত্রীবিহীন একটি বিয়ের গাড়ি ছিটকে ধানখেতে পড়েছে। এতে প্রাইভেট কারটির চালক আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের শাহ মালুম (রহ.)-এর মাজারসংলগ্ন রাজনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস কুশিয়ারা ব্রিজ পার হওয়ার পর হর্ন বাজায়। এ সময় লেভেল ক্রসিংয়ে স্টার্ট বন্ধ হয়ে আটকে পড়ে বর আনতে যাওয়া ফুল দিয়ে সাজানো প্রাইভেট কারটি। চালক চেষ্টা করেও গাড়ি স্টার্ট করতে পারছিলেন না। অন্যদিকে ট্রেনচালক হর্ন দিয়েও ব্রেক করতে না পারায় প্রাইভেট কারটিতে ধাক্কা লাগে। এতে গাড়িটি ছিটকে প্রায় ৩০ ফুট দূরে গাড়লি বিলের ধানখেতে পড়ে। এতে গাড়ির চালক আহত হন।

চালককে তাৎক্ষণিক উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি সুস্থ থাকলেও বুকে আঘাত পাওয়ায় পরিবারের লোকজন তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি বলেন, বিয়ের গাড়ি সাজানো অবস্থায় বরের বাড়িতে যাচ্ছিল। পথে ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনসংলগ্ন লেভেল ক্রসিংয়ে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ায় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি অন্তত ৩০ ফুট দূরে ধানখেতে গিয়ে পড়ে। এতে চালক সামান্য আহত হয়েছেন। প্রাইভেট কারে চালক ছাড়া কোনো যাত্রী ছিলেন না। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন। গাড়ির মালিক গাড়িটি নিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত