Ajker Patrika

মাধবপুরে রাতে ঘুম থেকে ডেকে তুলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে জিল্লুর রহমান নামের এক দোকানিকে রাতে ঘুম থেকে ডেকে তুলে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জড়িত অভিযোগে একজনকে আটক করেছে।

জিল্লুর রহমান ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। খবর পেয়ে রাতেই কাশিমনগর ফাঁড়ির পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত শৌচাগারে লুকিয়ে থাকা জাহাঙ্গীর মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

এলাকাবাসী জানিয়েছে, জিল্লুর রহমানের একটি দোকান রয়েছে। গতকাল রাত ২টার দিকে প্রতিবেশী ইদ্রিছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বিস্কুট কেনার কথা বলে জিল্লুরকে ঘুম থেকে ডেকে তোলেন। এরপর জিল্লুরকে কোপাতে শুরু করেন জাহাঙ্গীর। এলোপাতাড়ি কোপে তিনি ঘটনাস্থলেই মারা যান।

জানা গেছে, আটক জাহাঙ্গীর জিল্লুরের চাচাতো ভাই। কিছু দিন আগে জাহাঙ্গীরের বিরুদ্ধে করা একটি মামলায় আদালতে সাক্ষ্য দেন জিল্লুর। এরপর থেকেই তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন জাহাঙ্গীর।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, জিল্লুর রহমান নামের এক দোকানির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর নামের একজনকে আটক করা হয়। মামলা হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে চলছে কারফিউ, পরিবেশ থমথমে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত