Ajker Patrika

মাদকসহ আটক শাবিপ্রবির দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

শাবিপ্রবি প্রতিনিধি
Thumbnail image

মাদকসহ গ্রেপ্তার হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী। 

বহিষ্কৃতরা শিক্ষার্থীরা হলেন—বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাজিদ সাকিব ও একই সেশনের মাহমুদ সাকিব। 

এই ঘটনাকে কেন্দ্র করে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান খাঁন প্রিন্স। 

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ ইসলামপুরের কালা সাদেক এলাকা থেকে দুই শিক্ষার্থীকে ১৪ বোতল মদসহ আটক করে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ। এতে মাদক আইনে তাঁদের নামে মামলা করে পুলিশ ৷ এরপর শুক্রবার তাঁদের জেলহাজতে পাঠায় আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত