নিজস্ব প্রতিবেদক, সিলেট
যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার বিকেলে সিলেট নগরের দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলামের বাবুলের সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সংঘাতমুক্ত নির্বাচন চাই। কিন্তু আমরা আগেভাগে সেটা গ্যারান্টি দিতে পারব না। কারণ, আমাদের দেশের কালচার সব সময় মারামারির।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, আজকে ৫০-৫২ বছর ধরে তারা আমাদের বন্ধু। আমাদের মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক রয়েছে। তারা চায় একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন; এর সঙ্গে যোগ দিয়েছে ননভায়োলেন্ট, সংঘাতমুক্ত। আমরাও চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আমরা যেটা চাই, তারাও সেটা চায়।’
জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল গত জুনে অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে (সিটি করপোরেশন-সদর উপজেলা) জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েও মনোনয়নপত্র জমা দেননি।
নজরুল ইসলাম বাবুল সমর্থন জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনকে। এজন্য নজরুল ইসলামের ব্যবসায়িক কার্যালয়ে গিয়ে তাঁকে ধন্যবান জানান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের কোনো রকম দ্বন্দ্ব নেই দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা বোধ হয় বিএনপির প্রতি অসন্তুষ্ট। কারণ তারা আশা করেছিল তারাও (বিএনপি) নির্বাচনে আসবে। কিন্তু জ্বালাও-পোড়াও হওয়ার ফলে তাদের প্রতি ওদের বোধ হয়..। কেউ জ্বালাও-পোড়াও সন্ত্রাস পছন্দ করে না, কোনো রাষ্ট্রই পছন্দ করে না, কোনো লোকও পছন্দ করে না।
এ জন্য বোধ হয় ওদের সঙ্গে ডিফারেন্স তৈরি হয়েছে। আমরা খুব খুশি যে আমেরিকা আমাদের সঙ্গে আছে। আমারও তাদের প্রমাণ করতে চাই, আমরা একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব।’
আগামী ৭ জানুয়ারির ভোটে সবাইকে ভোট দিতে আসার আহ্বান জানিয়ে ড. মোমেন বলেন, ‘কোনো কোনো দেশে ভোট না দিলে ফাইন করে। আমরা সেই অবস্থায় যাইনি। অস্ট্রেলিয়ায় শুনেছি ৫০ ডলার ফাইন করে ভোট না দিলে। কারণ, ভোটে লোক আসে না। আমাদের দেশের জনগণ ভালো, তাঁরা আসেন। আমরা তাঁদের আহ্বান জানাই, দলে দলে পরিবার নিয়ে সবাইকে নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সিলেট সফরে দলে দলে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানান ।
যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার বিকেলে সিলেট নগরের দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলামের বাবুলের সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সংঘাতমুক্ত নির্বাচন চাই। কিন্তু আমরা আগেভাগে সেটা গ্যারান্টি দিতে পারব না। কারণ, আমাদের দেশের কালচার সব সময় মারামারির।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, আজকে ৫০-৫২ বছর ধরে তারা আমাদের বন্ধু। আমাদের মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক রয়েছে। তারা চায় একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন; এর সঙ্গে যোগ দিয়েছে ননভায়োলেন্ট, সংঘাতমুক্ত। আমরাও চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আমরা যেটা চাই, তারাও সেটা চায়।’
জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল গত জুনে অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে (সিটি করপোরেশন-সদর উপজেলা) জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েও মনোনয়নপত্র জমা দেননি।
নজরুল ইসলাম বাবুল সমর্থন জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনকে। এজন্য নজরুল ইসলামের ব্যবসায়িক কার্যালয়ে গিয়ে তাঁকে ধন্যবান জানান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের কোনো রকম দ্বন্দ্ব নেই দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা বোধ হয় বিএনপির প্রতি অসন্তুষ্ট। কারণ তারা আশা করেছিল তারাও (বিএনপি) নির্বাচনে আসবে। কিন্তু জ্বালাও-পোড়াও হওয়ার ফলে তাদের প্রতি ওদের বোধ হয়..। কেউ জ্বালাও-পোড়াও সন্ত্রাস পছন্দ করে না, কোনো রাষ্ট্রই পছন্দ করে না, কোনো লোকও পছন্দ করে না।
এ জন্য বোধ হয় ওদের সঙ্গে ডিফারেন্স তৈরি হয়েছে। আমরা খুব খুশি যে আমেরিকা আমাদের সঙ্গে আছে। আমারও তাদের প্রমাণ করতে চাই, আমরা একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব।’
আগামী ৭ জানুয়ারির ভোটে সবাইকে ভোট দিতে আসার আহ্বান জানিয়ে ড. মোমেন বলেন, ‘কোনো কোনো দেশে ভোট না দিলে ফাইন করে। আমরা সেই অবস্থায় যাইনি। অস্ট্রেলিয়ায় শুনেছি ৫০ ডলার ফাইন করে ভোট না দিলে। কারণ, ভোটে লোক আসে না। আমাদের দেশের জনগণ ভালো, তাঁরা আসেন। আমরা তাঁদের আহ্বান জানাই, দলে দলে পরিবার নিয়ে সবাইকে নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সিলেট সফরে দলে দলে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানান ।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
২ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৩ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৩ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৩ ঘণ্টা আগে