নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী শামসুল মাওলার দায়ের করা প্রতারণার চারটি মামলার আরও একটিতে খালাস পেয়েছেন আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম। ৩০ লাখ টাকার মামলা ২২ লাখ টাকায় আপসে নিষ্পত্তির মাধ্যমে বাকি মামলাগুলোতেও খালাস পেতে পারেন তিনি।
আজ সোমবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত থেকে সাহেদ খালাস পান। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি মো. আবদুস সাত্তার।
আবদুস সাত্তার জানান, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে সিলেটের পাথর ব্যবসায়ী শামসুল মাওলার দায়ের করা তিনটি চেকের মামলা ও একটি সিআর মামলা (প্রতারণা ও জালিয়াতি) মধ্যে চেকের মামলার পুরো টাকা ও সিআর মামলার আংশিক টাকা পরিশোধ সাপেক্ষে মামলাগুলো আপসে মীমাংসার সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ সর্বশেষ কিস্তির টাকা বাদীকে বুঝিয়ে দেওয়া হয়। পরে আদালতে বিষয়টি উত্থাপন করলে বিচারক বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে আসামিকে বেকসুর খালাসের রায় ঘোষণা করেন। ৩০ লাখ টাকার মামলা মোট ২২ লাখ টাকায় নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। চেকের আরও দুটি মামলার পুরো টাকা দেওয়ায় ৪ এপ্রিল সাক্ষীদের জবানবন্দি নিয়ে আদালত আদেশ দেবেন। চেকের অপর মামলাটি আগেই নিষ্পত্তি হয়েছে।
এর আগে ২০২০ সালের ৪ মার্চ সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে সাহেদের বিরুদ্ধে ২০ লাখ ৫০ হাজার টাকার তিনটি প্রতারণা মামলা ও ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি সিআর মামলা দায়ের করেন জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী মাওলা স্টোন ক্রাশার মিলের স্বত্বাধিকারী শামসুল মাওলা।
সিলেটের জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী শামসুল মাওলার দায়ের করা প্রতারণার চারটি মামলার আরও একটিতে খালাস পেয়েছেন আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম। ৩০ লাখ টাকার মামলা ২২ লাখ টাকায় আপসে নিষ্পত্তির মাধ্যমে বাকি মামলাগুলোতেও খালাস পেতে পারেন তিনি।
আজ সোমবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত থেকে সাহেদ খালাস পান। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি মো. আবদুস সাত্তার।
আবদুস সাত্তার জানান, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে সিলেটের পাথর ব্যবসায়ী শামসুল মাওলার দায়ের করা তিনটি চেকের মামলা ও একটি সিআর মামলা (প্রতারণা ও জালিয়াতি) মধ্যে চেকের মামলার পুরো টাকা ও সিআর মামলার আংশিক টাকা পরিশোধ সাপেক্ষে মামলাগুলো আপসে মীমাংসার সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ সর্বশেষ কিস্তির টাকা বাদীকে বুঝিয়ে দেওয়া হয়। পরে আদালতে বিষয়টি উত্থাপন করলে বিচারক বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে আসামিকে বেকসুর খালাসের রায় ঘোষণা করেন। ৩০ লাখ টাকার মামলা মোট ২২ লাখ টাকায় নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। চেকের আরও দুটি মামলার পুরো টাকা দেওয়ায় ৪ এপ্রিল সাক্ষীদের জবানবন্দি নিয়ে আদালত আদেশ দেবেন। চেকের অপর মামলাটি আগেই নিষ্পত্তি হয়েছে।
এর আগে ২০২০ সালের ৪ মার্চ সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে সাহেদের বিরুদ্ধে ২০ লাখ ৫০ হাজার টাকার তিনটি প্রতারণা মামলা ও ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি সিআর মামলা দায়ের করেন জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী মাওলা স্টোন ক্রাশার মিলের স্বত্বাধিকারী শামসুল মাওলা।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২৭ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২৯ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৪৪ মিনিট আগে