Ajker Patrika

সিলেটে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

সিলেট প্রতিনিধি
সিলেটে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

সিলেটের বিয়ানীবাজারে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হচ্ছে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামের কুয়েত প্রবাসী গৌছ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ তাওছিফ (৬) ও কাতার প্রবাসী ছালিক আহমেদের মেয়ে নুরা (৫)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের অনুরোধক্রমে এবং অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার মোল্লাপুরের কাছাটুল রাহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র মো. আব্দুল্লাহ তাউসীফ (৬) ও নুরা বেগম (৫)। আজ সোমবার সকাল ১০ টার দিকে মাদ্রাসার ক্লাসে আসেন তারা। বেলা ১১টার দিকে তাওছিফ ও নুরা প্রস্রাব করার কথা বলে মাদ্রাসা সংলগ্ন কাছাটুল কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর ঘাটে যায়।

পরে সবার অজান্তে তারা পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে স্থানীয়রা মসজিদের পুকুরে তল্লাশি চালান। মস্তই মিয়া, আজিজুর রহমানসহ স্থানীয়রা তাদের মরদেহ পুকুরের পানি থেকে তুলে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত