Ajker Patrika

ধলাই নদ থেকে পুলিশের এক সোর্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৭: ১৯
Thumbnail image

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদ থেকে নুর উদ্দিন (২৬) নামে পুলিশের এক সোর্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উত্তর ঢালারপাড় গ্রামে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় শফিক বাজার-কালা বাঁধের পাশে ধলাই নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বেলা একটার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার রাত ১২টার দিকে নুর উদ্দিনের মোবাইল ফোনে কল আসে। ফোনে কথা বলার পর, বাবাকে বলে বাইরে বের হন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। সকাল থেকেই তাঁকে খুঁজতে শুরু করেন স্বজনেরা। বেলা ১১টার দিকে শফিক বাজার-কালা বাঁধের পাশে ধলাই নদ থেকে নুর উদ্দিনের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। 

মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক সুরঞ্জিত তালুকদার। তিনি জানান, মরদেহের পিঠে এবং ডান হাতে ছুরির আঘাত রয়েছে। গলায় রয়েছে একটি কাল দাগ। 

এ নিয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘নুর উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত