Ajker Patrika

সিলেট এক দিনে রেকর্ড শনাক্ত, মৃত্যু ৩

প্রতিনিধি, সিলেট
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৫: ২৫
Thumbnail image

সিলেটে আবারও এক দিনে শনাক্তের সংখ্যার নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। একই সময়ে মারা গেছেন আরও তিনজন। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, বিভাগের চার জেলায় রেকর্ড করোনা শনাক্ত হয়েছ ৩৮৯ জনের। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২১৬ জনের পজিটিভ রিপোর্ট ধরা পড়েছে। এ ছাড়া মৌলভীবাজারে ৬৬ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ৫১ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫ জন, মৌলভীবাজারে ১০ জন ও সুনামগঞ্জে চারজন ভর্তি হয়েছেন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০৮ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৫০ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ২৫ জন ভর্তি রয়েছেন। 

বিভাগের চার জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৫ জন। এর মধ্যে সিলেটে ১৮ হাজার ৫৩২ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৭৩ জন, হবিগঞ্জে ৩ হাজার দুজন ও মৌলভীবাজারে ৩ হাজার ৩৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৬ জন করোনা রোগী। 

গত ২৪ ঘণ্টায় ‍তিনজনের মৃত্যু নিয়ে সিলেট বিভাগে সব মিলিয়ে করোনায় ৫০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪১০ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারে ৩৮ জনের মৃত্যু হলো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত