Ajker Patrika

সুনামগঞ্জের ৭ ইউনিয়নে চেয়ারম্যান হতে ভোটের মাঠে ২১ প্রবাসী

জুয়েল আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ) 
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০২: ৪৮
সুনামগঞ্জের ৭ ইউনিয়নে চেয়ারম্যান হতে ভোটের মাঠে ২১ প্রবাসী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়নের নির্বাচনে ২১ জন প্রবাসী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে অধিকাংশই যুক্তরাজ্য প্রবাসী। তাই নির্বাচনকে ঘিরে প্রবাসীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

এরই মধ্যে প্রবাসী প্রার্থীর সমর্থনে কয়েক শতাধিক প্রবাসী দেশে এসে ভোট উৎসবে অংশ নিয়েছেন। এ ছাড়া প্রতিদিন প্রবাসীরা ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ ও পছন্দের প্রার্থীর সমর্থনে কাজ করতে দেশে আসার খবর পাওয়া যাচ্ছে। 

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তরের চূড়ান্ত তালিকা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলকলিয়া ইউনিয়নে তিন প্রার্থীর মধ্যে রফিক মিয়া যুক্তরাজ্যপ্রবাসী। অপর দু'জন আলাল হোসেন ও আব্দুস সোবহান দেশে রয়েছেন। 
 
পাটলী ইউনিয়নে তিন প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক, আব্দুল হাই, এনাম আহমদ ও আতিকুর রহমান যুক্তরাজ্যপ্রবাসী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঙুর মিয়া প্রবাসী না হলেও তাঁর দুই ছেলে যুক্তরাজ্য থেকে দেশে এসে প্রচারণায় অংশ নিয়েছেন। 

চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্যপ্রবাসী আরশ মিয়া। এ ছাড়া যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল মমিন, ইলিয়াছ মিয়া, মুজিবুর রহমান  প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল গফুরের ছেলে দেশে এসেছেন এবং বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলামের ছেলে শিগগিরই দেশে এসে প্রচারণায় নামবেন বলে জানা গেছে। 

রানীগঞ্জ ইউনিয়নে যুক্তরাজ্যপ্রবাসী ছালিক মিয়া, ফ্রান্সপ্রবাসী এম সিরাজুল ইসলাম আশিক ও সাবেক চেয়ারম্যান মজলুল হক প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছদরুল ইসলাম, বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম রানা, বিএনপি নেতা আমান উল্যাহ প্রবাসী না হলেও তাঁদের সমর্থনে স্বজনরা প্রবাস থেকে দেশে এসেছেন। 

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ আবুল হাসান। বিদ্রোহী প্রার্থীদের মধ্যে মকসুদ কোরেশী, আজহার কামালী, মুকিতুর রহমান হলেন যুক্তরাজ্যপ্রবাসী। আরেক প্রার্থী আজাদ হোসেন চৌধুরী ইতালিপ্রবাসী। 

আশারকান্দি ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুস ছত্তার। এছাড়াও বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী জমিরুল হক। 

এ ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আইয়ুব খান, বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ প্রবাসী না হলেও তাঁদের সবার পরিবারের সদস্য যুক্তরাজ্যপ্রবাসী। ইতিমধ্যে কেউ কেউ দেশে এসে প্রচারণা শুরু করেছেন। 

পাইলগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্যপ্রবাসী মখলুছ মিয়া ও যুক্তরাজ্যপ্রবাসী ফারুক আহমেদ ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুন্দর উদ্দিন প্রবাসী না হলেও তাঁর ছেলে যুক্তরাজ্য থেকে দেশে এসে বাবার নির্বাচন পরিচালনা করছেন। 

 সাত ইউনিয়নের একাধিক ভোটাররা বলেন, প্রবাসীরা স্ব স্ব ইউনিয়নের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখেন তাই নির্বাচনে তাঁরা অপরিহার্য হয়ে ওঠেন।   

জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরাম যুগ্ম আহবায়ক নুরুল হক আজকের পত্রিকাকে বলেন, প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় স্থানীয় সরকারের নির্বাচন ও প্রবাসীদের অংশ গ্রহণ এক সুতোয় গাঁথা। গত ইউনিয়ন নির্বাচনে উপজেলার আট ইউনিয়নের মধ্যে সাতজন প্রবাসী নির্বাচিত হয়েছিলেন। এবারও অধিকাংশ প্রবাসী নির্বাচিত হবে বলে আমাদের আশা। 

যুক্তরাজ্য থেকে দেশে আসা পাটলী ইউনিয়নের আব্দুল হান্নান বলেন, দেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে তাই প্রবাসে থাকতে ইচ্ছে করছে না। আমার কোনো স্বজন প্রার্থী না হলেও ভোট উৎসব উপভোগ করতে দেশে এসেছি। ভোট গ্রহণের সময় ঘনিয়ে এলে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাইব। 

উল্লেখ, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ উপজেলায় ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৭ ইউনিয়নে ৭৭টি ভোটকেন্দ্রের মোট ৩৮৫টি ভোট কক্ষে ১ লাখ ৪০ হাজার ৭২ জন ভোটার তাঁদের ভোট প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ২৮১, নারী ভোটার ৬৯ হাজার ৭৯১।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নিরাপদ সড়কসহ ৫ দফা দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
নিরাপদ সড়কের দাবিসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
নিরাপদ সড়কের দাবিসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

নিরাপদ সড়কের দাবিসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন সরকারি বিজ্ঞান কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুদিন আগে ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় সিফাত নামে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের এই আন্দোলন কর্মসূচি। সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফার্মগেট মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করেছে। আমরা তাঁদের সঙ্গে কথা বলছি।’

সিফাতের মৃত্যুর ঘটনায় ডিসি ইবনে মিজান জানান, ‘ট্রাকচাপায় ফার্মগেটের একটি প্রতিষ্ঠানের কর্মচারী সিফাতের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এ সময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো—

১. সিফাত হত্যার বিচার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

২. ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ।

৩. পার্কিং আইন কার্যকর: নো-পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা ও বাস্তবায়ন।

৪. যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা ও যানজট এড়াতে রেলক্রসিং থেকে গির্জা পর্যন্ত সড়কে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করতে হবে।

৫. সড়ক নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন: শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তিনটি স্পিড ব্রেকার, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন।

পুলিশের সঙ্গে আলোচনা সত্ত্বেও দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা তাঁদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সিরাজগঞ্জে দাদিকে গলা কেটে হত্যার অভিযোগে নাতি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় সন্দেশ বেওয়া (৮৫) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর নাতি সজিব আলীর (২২) বিরুদ্ধে। উল্লাপাড়া উপজেলার চকবরু ভেংড়ী গ্রামে বুধবার গভীর রাতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সন্দেশ বেওয়া ওই গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী এবং আটক সজিব আলী তাঁর (বৃদ্ধার) সন্তান আহমদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার গভীর রাতে সন্দেশ বেওয়ার ঘর থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে সন্দেশ বেওয়ার গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে রাতেই সলঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত নাতি সজিব আলীকে আটক করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আটক যুবক সজিব আলী মাদকাসক্ত এবং মানসিকভাবে ভারসাম্যহীন।

সলঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এএসআই হাসিম আরও জানান, আটক সজিব আলীকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সার্কেল কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করছেন। এই ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মানিকগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মানিকগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ২ ধরনের পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১৬ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম-দপ্তরি।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা। ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা।

পদের নাম: ইলেকট্রিশিয়ান।

পদ সংখ্যা: ১ টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হতে হবে।

বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রের খামের উপর পদের নাম উল্লেখ করে ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মানিকগঞ্জ’ বরাবরে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি ও নির্ধারিত তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি
আজ দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকায় কয়েক হাজার শ্রমিক মহাসড়ক অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকা
আজ দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকায় কয়েক হাজার শ্রমিক মহাসড়ক অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ‘এএ ইয়ার্ন মিলস লিমিটেড’ কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। ছবি: আজকের পত্রিকা
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। ছবি: আজকের পত্রিকা

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকায় এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার কয়েক হাজার শ্রমিক মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করেন।

কারখানার শ্রমিক মনিরা খাতুন বলেন, ‘গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার তারিখ ছিল ১০ অক্টোবর। কিন্তু কারখানা কর্তৃপক্ষের লোকজন দিই-দিচ্ছি করে দিন পার করছে। আজ বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু আজও বেতন পরিশোধ করার কোনো সম্ভবনা নেই। পুলিশ আমাদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে।’

আরেক শ্রমিক আরিফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের পরিবার আছে, স্ত্রী-সন্তান আছে। বাড়িভাড়া ও মুদিদোকানের বকেয়ার জন্য চরম চাপে আছি। পাওনাদারেরা রীতিমতো চাপ দিচ্ছে টাকা পরিশোধ করতে, নয়তো বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে। পেটের দায়েই আমরা রাস্তায় এসেছি। লাঠিপেটা হলেও আমরা টাকা চাই।’

এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘এক মাসের বেতন বকেয়া। আজ পরিশোধের তারিখ ছিল; কিন্তু আজও সম্ভব হচ্ছে না। বেতন-ভাতা পরিশোধের জন্য কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। কিন্তু শ্রমিকেরা কাজ ফেলে মহাসড়কে চলে গেছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বকেয়া বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কয়েকটি তারিখ দিয়েছে। সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের জন্য আজ সর্বশেষ তারিখ ছিল। কিন্তু আজও বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ জন্য সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। তিনি আরও বলেন, ‘শ্রমিকদের সঙ্গে আলোচনা হচ্ছে। কিন্তু শ্রমিকেরা কিছুতেই সড়ক ছাড়ছেন না। এ সময় টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত